Advertisement
Advertisement

Breaking News

সংযুক্তা দত্ত

অসমকন্যার হাতের ছোঁয়ায় তৈরি গাউনে মুগ্ধ কানের রেড কার্পেট

অসমের ফ্যাশন ডিজাইনার সংযুক্তা দত্তই তৈরি করেছেন ওই গাউন৷

Assam's fashion designer Sanjukta Dutta’s gown flaunted at Cannes
Published by: Sayani Sen
  • Posted:May 20, 2019 4:16 pm
  • Updated:May 20, 2019 4:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমেই জন্ম তাঁর৷ বেড়ে ওঠাও সেখানেই৷ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা৷ কিন্তু নেশা ঘোরাল জীবনের মোড়৷ ফ্যাশন ডিজাইনার হিসাবেই পায়ের তলার মাটি শক্ত হল অসমের সংযুক্তা দত্তের৷ কান ফিল্ম ফেস্টিভ্যালেও তাঁর তৈরি গাউনেই রেড কার্পেট মাতালেন এক মডেল৷ পোশাক মন ছুঁয়েছে সকলের৷ সংযুক্তার সৃষ্টিতে গর্বিত অসমবাসী৷

[ আরও পড়ুন: মহিলাদের সুরক্ষার জন্য বাজারে এল অত্যাধুনিক ‘ধর্ষণ প্রতিরোধক’ শাড়ি!]

কখনও আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল আবার কখনও পুরোটাই ঐতিহ্যে মোড়া কিংবা পুরোপুরি হালফ্যাশনের৷ এভাবেই বিভিন্ন ধরনের পোশাককে মিলিয়ে মিশিয়ে সকলের মনোগ্রাহী করে তোলাই তাঁর নেশা৷ আর এই নেশাকেই একসময় পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি৷ কথা হচ্ছে অসম কন্যা সংযুক্তা দত্তের৷ তিনি দীর্ঘদিন ধরে একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করছেন৷ সেই সংযুক্তা দত্তের মুকুটেই জুড়ল নয়া পালক৷ তাঁর তৈরি করা পোশাকে কান চলচিত্র উৎসব কাঁপালেন এক মডেল৷ এবার সংযুক্তার নতুন সৃষ্টি অসম সিল্কের গাউন৷ পুরোটাই কালো রঙের৷ কাঁধে সরু ফিতে, হাঁটুর উপর থেকে দুই ধাপে নেমে পোশাকটি পা ছুঁয়েছে৷ পোশাকের বেশিরভাগ অংশ অসম সিল্ক দিয়ে তৈরি হয়েছে৷ তার উপরে রয়েছে মুগা সুতোর কাজ৷ এছাড়াও রয়েছে অসমের ঐতিহ্যবাহী জাপি চিহ্ন৷ সংযুক্তার তৈরি পোশাক পরেই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক মডেল৷ অসমের ঐতিহ্যবাহী পোশাকে ইনগ্রিন্ডা হয়ে উঠেছিলেন এক্কেবারে অনন্যা৷ তাঁর ওই পোশাক নজর কেড়েছে প্রায় সকলেরই৷

Advertisement

GOWN

Advertisement

[আরও পড়ুন: ঐতিহ্যের তাঁত নাকি হাল আমলের ডিজাইনার শাড়ি, ইদের ফ্যাশনে এগিয়ে কে?]

অসমের ফ্যাশন ডিজাইনারের চমক যদিও নতুন নয়৷ এর আগে দিল্লিতে আয়োজিত লোটাস মেক-আপ ইন্ডিয়া ফ্যাশন উইকে সংযুক্তার তৈরি পোশাক পরেছিলেন করিশ্মা কাপুর৷ ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়ায় তিনি তৈরি করেছিলেন ‘মরম’ নামে একটি পোশাক৷ যা বেশ প্রশংসা কুড়িয়েছিল৷ সংযুক্তার পোশাক পরে বিভিন্ন ফ্যাশন শোয়ে পা মিলিয়েছেন অনেকেই৷ সেই তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু, জারিন খান, প্রীতি জিন্টা, হেমা মালিনী, তাব্বু৷ অসামান্য সৃষ্টি তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কার৷ সেরা ফ্যাশন ডিজাইনার হিসাবে ২০১৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারও রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে৷ কান ফিল্ম ফেস্টিভ্যালের পর সংযুক্তার মুকুটে জুড়ল নয়া পালক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ