Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

দাড়ি কাটতে গিয়ে ত্বকের সমস্যায় নাজেহাল? সমাধান এই সহজ ৮ উপায়ে

পুজোয় সেজে ওঠার আগে অবশ্যই মেনে চলুন এই টিপস।

Durga Puja Lifestyle: Shaving tips for men during Puja
Published by: Akash Misra
  • Posted:October 5, 2024 3:54 pm
  • Updated:October 5, 2024 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় প্রেমিকার সঙ্গে বের হওয়ার প্ল্যান। কীভাবে সাজবেন, কী পরবেন, তা হয়তো ছকে নিয়েছেন। তবে অন্যান্য গ্রুমিংয়ের ব্যাপারটাও নজরে রাখুন। আর ছেলেদের গ্রুমিং মানেই প্রথমে আসে সেভিং। সেভিং করার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। তাহলেই পুজোতে হয়ে উঠবেন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। রইল সহজ কিছু টিপস(Durga Puja Lifestyle)।

১) দাড়ি কাটার আগে কিছু সাধারণ প্রস্তুতি নিন। ত্বক যাতে দাড়ি কাটার সময়ে কোমল ও আর্দ্র থাকে, তার জন্য একটি ঘন ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। দাড়ি কাটার ঘণ্টা ৬ আগে ভাল ভাবে ময়শ্চারাইজার মাখুন।

Advertisement

২) দাড়ি খুব লম্বা হয়ে গেলে প্রথমেই ব্লেড চালাবেন না। বরং আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিন। তা হলে বার বার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। ত্বকের উপর কম চাপ পড়বে।

৩) সব সময়ে খেয়াল করা জরুরি, কোন দিকে ব্লেড চালাচ্ছেন। দাড়ি যে দিকে বাড়ছে, তার উল্টো দিকে কখনও ব্লেড চালাবেন না। তাতে ত্বকের উপর বেশি চাপ পড়ে। জ্বালাও করবে বেশি।

৪) দাড়ি কামানোর জন্য কোনও ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।

৫) শেভিংয়ের পর অবশ্যই অ্যালোভেরা জেল মুখে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন। দেখবেন এতে জ্বালা দূর হবে।

৬) শেভিংয়ের পর মুখে, ভালো করে বরফ মিশিয়ে নিন। দেখবেন এতে উপকার পাবেন।

৭) দাড়ি কামানোর পর সঙ্গে সঙ্গে আফ্টার শেভ লোশন ব্যবহার করুন। কিছু ক্ষণ পর আবার ময়শ্চারাইজার লাগান।

৮) একটা পাত্রে কিছু পরিমাণ ঠান্ডা জল নিন। তার মধ্যে মিশিয়ে দিন গুঁড়ো হলুদ। দাড়ি কাটার পর সেই জল দিয়েই মুখ ধুয়ে নিন। দেখবেন সমস্যার সমাধান হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement