Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Lifestyle

নতুন জুতো পরে পায়ে ফোসকা? ৫ টোটকাতেই দূর হবে সমস্যা

পায়ের ফোসকা থেকে মুক্তি পেতে এসব উপায় মেনেই চললেই সমস্যা ঝটপট দূর হবে।

Durga Puja Lifestyle: Try these tips before wearing new shoes
Published by: Akash Misra
  • Posted:September 25, 2024 8:39 pm
  • Updated:September 26, 2024 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় নতুন জামার সঙ্গে চাই, নতুন জুতো। আর নানা স্টাইলের জুতো( Durga Puja Lifestyle) পরার ঠেলায় পায়ে ফোসকা। পুজো শুরুর আগে পায়ে ফোসকার জ্বালা। এক পা হাঁটতে গিয়ে চরম ব্যথা। ভাবছেন কী করবেন? পুরনো জুতো পরেই ঘুরবেন? নো চিন্তা। পায়ের ফোসকা থেকে মুক্তি পেতে কয়েকটা উপায় মেনেই চললেই সমস্যা ঝটপট দূর হবে।

১) জুতো পরার আগের দিন রাতে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোর গায়ে। সারা রাত ও ভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে তা মুছে পায়ে গলান জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে নিন।

Advertisement

২) জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে।

৩) ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান। সুযোগ পেলেই চেষ্টা করুন জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে। এতে তাড়াতাড়ি ক্ষত ঠিক হবে।

৪) ফোস্কা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে বার তিনেক মধু ও অ্যালোভেরা জেল লাগান। ফোস্কা শুকোতে এটা খুব ভালো কাজ করে।

৫) জলের সঙ্গে আটা গুলে থকথকে মণ্ডটি ফোস্কার উপর লাগাতে পারেন। এতেও ফোস্কা শুকোয় তাড়াতাড়ি।

৬) জুতো কেনার আগে অবশ্যই মাথায় রাখুন কমফোর্টের বিষয়। স্টাইলের কথা শুধু চিন্তা করলে কিন্তু মুশকিল। তাই জুতোর গুণগতমান বুঝে নিন। দেখে নিন জুতোর চামড়া সঠিক কিনা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement