সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড গরম। বাইরে বেরলে ত্রাহি ত্রাহি রব। হাত-পায়ে জ্বালাপোড়া। বাড়ি ফিরে তন্বী আয়নার সামনে দাঁড়াতেই মনখারাপ। তাঁর ত্বকের নাকি রোদের তাপে যাচ্ছে তাই দশা। সমাধানের উপায় হিসাবে, তাঁর মাথায় প্রথমেই বরফের কথা মনে পড়ে। যেমন ভাবনা, তেমন কাজ। সেলেবদের মতো বরফ ভর্তি বাটিতে মুখ ডুবিয়ে রেহাই পাওয়ার চেষ্টা। সত্যি কি তাতে ভালো থাকে ত্বক নাকি সর্বনাশ? রূপচর্চার নয়া ট্রেন্ড ‘আইস ডাঙ্কিং’ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
বাটি ভর্তি করে বরফ নিয়ে তার মধ্যে মুখ ঢুকিয়ে রূপচর্চার পন্থাকে বলে ‘আইস ডাঙ্কিং’। তার ফলে ত্বক তরতাজা হয় বলে অনুমান অনেকের। বিশেষজ্ঞদের মতে,বরফ ত্বকের জ্বালা কমায়। অতিরিক্ত গরমের ফলে ত্বকের প্রদাহের সমস্যা মেটায় বরফ। তবে এই ধরনের রূপচর্চা দীর্ঘমেয়াদি ফলাফল নাকি তেমন ভালো নয়। কিছু কিছু ত্বক বিশেষজ্ঞের মতে, তার ফলে ত্বকে দাগছোপ তৈরির সমস্যা দেখা দেয়। আবার কারও কারও মতে, ‘আইস ডাঙ্কিং’য়ের ফলে ত্বকে লালভাব তৈরি হয়। ‘আইস ডাঙ্ক’য়ের ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়।
তবে বিশেষজ্ঞদের মতে, ‘আইস ডাঙ্ক’ যে একেবারেই ত্বকের জন্য খারাপ তা নয়। নিয়ম মেনে ব্যবহার করলে তাতে ত্বকের সমস্যা কমে। ঠিক কোন নিয়মে ‘আইস ডাঙ্কিং’ করা প্রয়োজন? একেবারে শুরুর দিকে ১৫ সেকেন্ডের বেশি এই পন্থায় রূপচর্চা করা উচিত নয়। ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে। তবে সর্বোচ্চ ৩০ সেকেন্ডের বেশি নয়। ‘আইস ডাঙ্কিং’য়ের পর অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। নইলে ত্বকের ক্ষতি রুখতে পারবেন না কেউ।
তবে কারও কারও ক্ষেত্রে ‘আইস ডাঙ্ক’ একেবারেই অনুচিত। কারা রয়েছেন সেই তালিকায়?
* যাঁদের ক্রনিক ত্বকের প্রদাহের সমস্যা রয়েছে।
* লিউপাস ইরিথেম্যাটোসাসের মতো অটোইমিউন সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের ক্ষেত্রে ‘আইস ডাঙ্কিং’ যেন যম।
* যাঁদের ত্বক বেশি সংবেদনশীল তাঁদের বরফ ভর্তি বাটিতে মুখ ডুবিয়ে রূপচর্চা করা অনুচিত।
* দীর্ঘদিনের ব্রণর সমস্যা থাকলেও এই পন্থায় রূপচর্চা করা ঠিক নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.