Advertisement
Advertisement
Mehendi

কীভাবে তুলবেন হাতের মেহেন্দি? বিয়ের পর প্রথমবার অফিস যাওয়ার আগে জানুন সহজ কৌশল

ঘরোয়া পদ্ধতি জানা থাকলে খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Fashion Tips: Here are some tricks to remove mehendi
Published by: Sayani Sen
  • Posted:June 21, 2025 6:33 pm
  • Updated:June 22, 2025 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে কেমন সাজবেন, তা নিয়ে প্রত্যেক তরুণীরই কিছু না কিছু ভাবনা থাকে। আর মেহেন্দি যেন একেবারেই বাধ্যতামূলক। বেশিরভাগ বিয়ের কনেই হাত সাজাতে মেহেন্দি পরেন। পায়েও মেহেন্দি পরার চল রয়েছে। কিন্তু বিয়ে মিটিয়ে প্রথমদিন অফিস যাওয়ার সময় যত ঝক্কি। অল্প অল্প উঠে যাওয়া মেহেন্দি নিয়ে অফিস যেতে মন চায় না। আবার তোলার সহজ কৌশল জানা না থাকলে সমস্যা আরও বাড়ে। অথচ কয়েকটি ঘরোয়া পদ্ধতি জানা থাকলে খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার জন্য রইল টিপস।

Advertisement

Mehendi

বেকিং সোডা:
সকলের রান্নাঘরেই কমবেশি বেকিং সোডা থাকে। মেহেন্দির আবছা রঙ তোলার ক্ষেত্রে বেকিং সোডা ম্যাজিকের মতো কাজে লাগতে পারে।
কীভাবে ব্যবহার করবেন?
একটি বাটিতে ২-৩ চামচ বেকিং সোডা নিন। তাতে আধ কাপ লেবুর রস দিন। দু’য়ের মিশ্রণে থকথকে পেস্ট তৈরি করুন। ওই পেস্ট হাতে লাগিয়ে ভালো করে ঘষে নিন। উষ্ণ গরম জলে হাত ধুয়ে নিলে মেহেন্দি উঠতে বাধ্য। তবে এই মিশ্রণ ব্যবহারের ফলে হাতের চামড়া খসখসে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ময়েশ্চারাইজার মেখে নিতে ভুলবেন না।

Mehendi

টমেটো
টমেটোতে থাকা সাইট্রিক অ্যাসিড মেহেন্দির রঙ তুলতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন?
একটি টমেটো কেটে রস করে নিন। তাতে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার ভালো করে মেহেন্দি লাগানো হাতে লাগিয়ে ফেলুন। মিনিট ১৫ পর হালকা হাতে ঘষে নিন। তারপর উষ্ণ গরম জলে হাত ধুয়ে নিন। সবশেষে হাতে বডি অয়েল মেখে নিতে ভুলবেন না।

Modi Govt to sell Tomato Rs 40 Per Kg

চিনি
প্রতিটি গৃহস্থ বাড়িতেই চিনি থাকে। তা দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে মেহেন্দির রঙ তোলা সম্ভব।
কীভাবে ব্যবহার করবেন?
একটি পাত্রে চিনির গুঁড়ো নিন। তাতে পরিমাণমতো নারকেল তেল এবং লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ভালো করে মেহেন্দির উপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর হালকা হাতে ঘষে নিন। উষ্ণ গরম জলে কিছুক্ষণ হাত, পা ডুবিয়ে রাখুন। তারপর নরম তোয়ালে দিয়ে ভালো করে হাত, পা মুছে ফেলুন। তাতেই কেল্লাফতে। সবশেষে হাত এবং পায়ে একটু ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে ফিরবে জেল্লা।

নুন জল
অনেকেই আবার কোনও মিশ্রণ তৈরির ঝক্কি করতে চান না। তাঁদের জন্য নুন জলই হল সবচেয়ে সহজ পন্থা।
কীভাবে ব্যবহার করবেন?
হাত, পা ডোবানো যাবে এমন একটি গামলায় উষ্ণ গরম জল নিন। তাতে কমপক্ষে ৫ চামচ নুন দিন। নুন গলে যাওয়ার পর ওই জলে হাত, পা ডুবিয়ে দিন। কমপক্ষে ২০ মিনিট এভাবে বসে থাকুন। তারপর হালকা হাতে ঘষে পা মুথে নিন। শুকনোর পর ময়েশ্চারাইজার অবশ্যই মাখুন। নইলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

EB fake salt seized from Jamuria

হেয়ার কন্ডিশনার
আপনার রোজকার ব্যবহৃত হেয়ার কন্ডিশনারও মেহেন্দির রঙ তুলতে ম্যাজিকের মতো কাজ করতে পারে।
কীভাবে ব্যবহার করবেন:
হাতে ভালো করে হেয়ার কন্ডিশনার মেখে নিন। কমপক্ষে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ধুয়ে নিন। সবশেষে একটু ময়েশ্চারাইজার হাতে অবশ্যই মেখে নেবেন।

Mehendi

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement