Advertisement
Advertisement
Tender Coconut Water

শুধু সুস্থ থাকতেই নয়, রূপচর্চাতেও উপকারী ডাব, কীভাবে ব্যবহার করবেন?

ডাবের জল ব্যবহারে কমবে ত্বকের নানা সমস্যা।

here is some tips for your skin care with Tender Coconut Water

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 15, 2025 9:28 pm
  • Updated:June 15, 2025 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমকাল তো বটেই, যে কোনও মরশুমেই ডাবের জল বিশেষভাবে উপকারী। তবে ডাবের জল পান করার পাশাপাশি তা রূপচর্চার জন্যও ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন, কী উপকার পাবেন জেনে নিন।

Advertisement

ডাবের জলে থাকে এমন এক উপাদান যা আপনার ত্বককে ব্রণ, ফুসকুড়ি বা যেকোনও র‍্যাশের হাত থেকে বাঁচায়। এতে থাকা ইলেক্ট্রোলাইট ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।

ছবি: ফেসবুক

ডাবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর তাই ত্বককে সুন্দর রাখতে ডাবের জল ব্যবহার করতে পারেন টোনার হিসাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে স্কিন কেয়ার আবশ্যিক। এই সময় টোনার হিসাবে ব্যবহার করতে পারেন ডাবের জল।

কীভাবে ব্যবহার করবেন: একটি তুলো ডাবের জলে ভিজিয়ে নিন। এবার হালকা হাতে ভালো করে মুখে ঘষুন। তুলোয় থাকা ডাবের জল টোনার হিসাবে কাজ করবে। চাইলে ফ্রিজে রেখে আইস কিউব করে নিয়েও তা মুখে ঘষে নিতে পারেন।

ফেসপ্যাক তৈরিতে কাজে লাগাতে পারেন ডাবের জল। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
মুলতানি মাটির সঙ্গে ডাবের জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে মেখে রেখে দিন কিছুক্ষণ। চাইলে এতে অল্প মধুও মেশাতে পারেন। এই উপায়ে ডাবের জল ব্যবহার করলে ত্বকে ব্রণ বা র‍্যাশ হওয়ার সম্ভাবনা কমবে।

ডাবের জলে চিনি কিংবা কফি মিশিয়ে নিয়ে তা হালকা হাতে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন। এতে আপনার মুখের মৃতকোষ দূর হবে। ত্বক হবে আরও উজ্জ্বল। 

ব্যস, আর দেরি কীসের। ডাবের জল দিয়ে আজই শুরু করুন রূপচর্চা। দেখবেন আপনার ত্বকের জেল্লা সকলের হিংসার কারণ হয়ে উঠেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement