সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সময়ের জেটগতির উন্নয়ন – দেশের দাক্ষিণাত্য বরাবর এগিয়ে। শুধু তাই নয়, প্রাকৃতিক সৌন্দর্য আর শিল্পকলাতেও নজরকাড়া বিন্ধ্য পর্বতের ওপার। এবার সেই দক্ষিণী সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সাধারণতন্ত্র দিবসের আমন্ত্রণপত্র তৈরি করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তা পৌঁছে গিয়েছে দেশ, বিদেশের আমন্ত্রিতদের কাছে। আপাতত সেই কার্ডের সৌন্দর্যে মুগ্ধ অতিথিরা। তা নিয়ে চলছে তুমুল চর্চা।
সাধারণতন্ত্র দিবসে এতদিন রাইসিনা হিলস থেকে যে আমন্ত্রণপত্র দেওয়া হতো, তা থাকত সাধারণ অশোকচক্র দেওয়া একটি খামে। তবে এবছরর ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ কিছু তো থাকবেই। আর তার সূচনা হয়ে গেল আমন্ত্রণপত্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ন্যাশনার ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে দক্ষিণের শিল্পকলাকে একসূত্রে বেঁধে নতুনভাবে আমন্ত্রণপত্র তৈরি হয়। যা তৈরি হয়েছে, কেমন সেই আমন্ত্রণপত্র? একঝলকে দেখে নেওয়া যাক।
জানা যাচ্ছে, তামিলনাডু, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ – দক্ষিণের এই পাঁচ রাজ্যের চিত্র ও স্থাপত্য দিয়ে তৈরি হয়েছে কার্ডটি। বেত এবং বাঁশের একটি বাক্সে রয়েছে তা। বাক্সের উপর অন্ধ্রপ্রদেশের বিখ্যাত কলামকারি নকশার কাজ।
ভিতরে রয়েছে তেলেঙ্গানার ইক্কত-পোচমপল্লি কাপড়ে মোড়া একটি ফাইল, তামিলনাড়ুর কাঞ্জিভরম সিল্কের একটি বটুয়া, কর্ণাটকের বিখ্যাত গঞ্জিফা চিত্র আঁকা একটি ফ্রিজ ম্যাগনেট। আরও আছে উপহার। কেরলের প্রাকৃতিক সম্পদ স্ক্রুপাইন পাতার একটি বুকমার্ক এবং অন্ধ্রের একজোড়া এতিকোপাক্কা পুতুল। সবমিলিয়ে এই আমন্ত্রণপত্র যেন একটুকরো দাক্ষিণাত্য। আর তা স্বভাবতই মুগ্ধ করেছে সকলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.