সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রাজনৈতিক কেরিয়ারে লড়াইয়ের ছাপ। ধাক্কা খেয়ে ফের ঘুরে দাঁড়িয়েছেন। বিরোধীদের পালটা জবাব দিতেও তিনি সিদ্ধহস্ত। তাঁর চাঁচাছোলা ভাষার জ্বালাময়ী বক্তৃতায় ঘায়েল বিরোধীরা। পোশাকের রুচিবোধও বেশ ঈর্ষণীয়। তাই সাংসদ মহুয়া মৈত্রের বিয়ের সাজগোজ নিয়ে যে আলোচনা হবে, সে বিষয়ে সন্দেহ নেই। বার্লিনে চুপিসারে বিয়ে সারলেও ছবি প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে চলছে জোর আলোচনা। তৃণমূল সাংসদের শাড়ি, গয়নাগাটি নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া।
বিয়ের দিন কেমন ধরনের শাড়ি, গয়না পরবেন – তা নিয়ে প্রায় সব তরুণীর আগাম পরিকল্পনা থাকে। মহুয়াও ব্যতিক্রম নন। নিজের জীবনের বিশেষ দিনের জন্য ‘র ম্যাঙ্গো’ ব্র্যান্ডের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূলের সাংসদ। যার মালিক সঞ্জয় গর্গ। রাজস্থানে জন্ম ও বেড়ে ওঠা তাঁর। মূলত বেনারসি, মাশরু এবং ইক্কতের উপর কাজ করে ‘র ম্যাঙ্গো’। সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের সাজে মহুয়ার তিনটি ছবি শেয়ার করা হয়। শাড়ির পুঙ্খানুপুঙ্খ বিবরণও দেওয়া হয়।
View this post on Instagram
সংস্থার তরফে জানানো হয়েছে, শাড়িটি ‘পরিগুল ব্রোকেড বেনারসি’। হালকা গোলাপি শেডের শাড়িটি কড়ওয়া পদ্ধতির জাল নকশায় বোনা। জংলা কাজের শাড়ির প্রতিটি বুটি আলাদা আলাদা করে হাতে তৈরি করেন শিল্পীরা। তার ফলে শাড়ি তৈরি করতে সময় লাগে অনেকটাই।
View this post on Instagram
মানানসই হালকা গোলাপি রঙের সিল্ক সাটিনের গুলশেরা ব্লাউজ পরেছিলেন মহুয়া। গোটা শাড়িটি তৈরি করতে মোট ৪৫ দিন সময় লেগেছে। সংস্থা সূত্রে খবর, মহুয়ার এই শাড়িটির দাম প্রায় দেড় লক্ষ টাকা। বলে রাখা ভালো, তৃণমূল সাংসদ যে যথেষ্ট দামি সামগ্রী ব্যবহারে অভ্যস্ত তা প্রায় সকলের জানা। কারণ, এর আগে তাঁর ব্যবহৃত ফরাসি ব্র্যান্ডের ব্যাগের দাম নিয়ে আলোচনা কম হয়নি।
View this post on Instagram
শাড়ির সঙ্গে মানানসই গয়না হিসাবে সোনা ও মুক্তোর উপর ভরসা রাখেন মহুয়া। গলায় ছিল একটি চোকার এবং তার সঙ্গে অল্প ঝোলা সোনার নেকলেস। কানে ঝোলা দুল। এবং মাথায় টিকলি। গয়নার ডিজাইনে সাবেকিয়ানার ছাপ স্পষ্ট।
মহুয়ার মতো ‘র ম্যাঙ্গো’ ব্র্যান্ডের শাড়ি বলিউড তারকাদের প্রথম পছন্দ। এর আগে এই ব্র্যান্ডের শাড়ি পরে কানের মঞ্চ মাতান ঐশ্বর্য রাই বচ্চন। সাদার উপর সোনালি জরির ওই শাড়িটি মন কেড়েছিল সকলের।
তবে আপাতত মহুয়া মৈত্রর শাড়িই যেন ‘টক অফ দ্য টাউন’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.