সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদ্যোপান্ত নিরামিশাষী আলিয়া ভাট। মাছ-মাংস ছুঁয়েও দেখেন না! পনির তাঁর প্রচণ্ড পছন্দের। আর ভালবাসেন আলু টিকি, ফ্রেঞ্চ ফ্রাই, ডাল-ভাত। খাওয়াদাওয়ার ব্যাপারে ভীষণই সাদামাটা তিনি। এই সুযোগে বলে রাখি, আলু কিন্তু আলিয়ার বেশ প্রিয়। তবে ফিট থাকতে মেপেঝুঁখে খেতে হয়। অভিনেত্রীর পছন্দের তালিকায় আরেকটা পদ রয়েছে, যা কিনা আলিয়া নিজেই বানাতে শিখেছেন- ‘বিটরুট স্যালাড’। যখন তখন বেশ আয়েস করে খান এই পদ। আপনিও বাড়িতে বানাতে চান? তাহলে ঝটপট জেনে নিন রেসিপি।
কী কী উপকরণ লাগবে?
স্যালাডের জন্য- ১টি বিট (সেদ্ধ করে গ্রেট করা), ১ কাপ টক দই ফেটানো, এক চিমটি গোলমরিচ, ১ চা চামচ চাট মশলা, ধনেপাতা কুচি অল্প।
ফোড়নের জন্য- ১/৪ টেবিলচামচ অলিভ অয়েল বা সাদা তেল, কালো গোটা সরষে অল্প, গোটা জিরে, হিং, কারিপাতা।
‘বিটরুট স্যালাড’ কীভাবে বানাবেন?
সেদ্ধ করে গ্রেট করা বিট একটি পাত্রে নিন। এতে ফেটানো দই দিয়ে ভাল করে মেশান। এবার সেই মিশ্রণে গোলমরিচ, চাট মশলা, ধনেপাতা কুচি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিন। এবার একটা প্যানে তেল গরম করে তাতে গোটা সরষে, জিরে ফোড়ন দিন। আঁচ কমিয়ে তাতে প্রথমে হিং, তারপর কারি পাতা দিয়ে ভাল করে নাড়ুন। এবার প্যানের এই তেল দিয়ে দিন দই আর বিটের মিশ্রণে। আবার ভাল করে মেশান। ব্যস, তৈরি আলিয়া ভাটের প্রিয় ‘বিটরুট স্যালাড’। এর পুষ্টিগুণও দারুণ। চাইলে স্বাদবদলের জন্য ডায়েট চার্টে যোগ করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.