সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বড় দাঁত বের করে চওড়া হাসি। গোল গোল চোখ। অদ্ভুত দর্শন এই ‘লাবুবু’ পুতুলই এখন ট্রেন্ড। যা কিনতে হাজার হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু নিখরচে যদি মেলে সেই পুতুল, তবে কেমন হয়? নিশ্চয়ই ভাবছেন কীভাবে পাওয়া যাবে? তবে চলুন বিষয়টা খোলসা করা যাক।
সম্প্রতি মুম্বইয়ের দুই রেস্তরাঁ কর্তৃপক্ষ ‘লাবুবু’ জ্বরে কাবু। সেগুলি হল – মার্সি এবং অল সেন্টস। এই দুই রেস্তরাঁ অত্যন্ত ভাইরাল ‘লাবুবু’কে নিয়ে বিভিন্ন অফার আনা হয়েছে।
অল সেন্টস
মুম্বইয়ের এই রেস্তরাঁয় ‘লাবুবু টেবিল’-এর আয়োজন করেছে। মেনুতে থাকছে লাবুবু’স চিপটেল পনির, স্টাফড অ্যান্ড স্নিকি রাভিওলি, চকো ক্যারামেল ক্লাউড। এই মেনুগুলি নিয়ে ৫ হাজার টাকা বিল করতে পারলে ‘লাবুবু’ পেতে পারেন বিনামূল্যে। কিংবা পাঁচজন একটি টেবিলে বসে খাওয়াদাওয়া করলে একটি ‘লাবুবু’ পাওয়া যাবে।
তবে অনেকেরই প্রশ্ন, গাঁটের কড়ি খরচ না করে খাঁটি ‘লাবুবু’ পুতুল কি পাওয়া সম্ভব? যদিও কর্তৃপক্ষের দাবি, রেস্তরাঁর তরফে যে পুতুলটি দেওয়া হবে তা সত্যি খাঁটি। কারণ, কোনও গ্রাহকের সঙ্গে প্রতারণা করতে চায় না রেস্তরাঁ কর্তৃপক্ষ।
View this post on Instagram
মার্সি
একাধিক সিরিজে পাওয়া যায় ‘লাবুবু’ পুতুল। অনলাইনে অর্ডার দিলে ব্লাইন্ড বক্সে আসে পুতুল। তাই কোন সিরিজটি পাবেন ক্রেতা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। একথা মাথায় রেখে সান্তাক্রুজ ওয়েস্টের রেস্তরাঁ মার্সিতেও ‘লাবুবু’ পুতুল নিয়ে চলছে নানা পরিকল্পনা। ওই রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে ‘লাবুবু প্রিক্স ফিক্স’ মেনু আনা হয়েছে। মেনুতে থাকছে স্ম্যাসড অ্যান্ড স্নিকি অ্যাভোকাডো, কিউরিয়াস ক্যারট, লাবুবু’জ ভ্যানিলা ক্লাউড। অর্ডার দেওয়ার সময় খাবার যেমন আসবে, তেমনই টেবিল সাজানো হবে ‘লাবুবু’ পুতুল দিয়ে। আগামী ১০ জুলাই পর্যন্ত রেস্তরাঁয় পাওয়া যাবে এই বিশেষ চমক।
View this post on Instagram
তাই আর দেরি না করে তাড়াতাড়ি পরিকল্পনা করুন। আর প্রিয়জনের হাত ধরে ‘লাবুবু’ জ্বরে গা ভাসিয়ে সারুন পেটপুজো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.