সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ এখন মেলেই হয়। সেটা চাকরির অফার লেটার হোক, বা কেনাকাটার বিল, সবটাই আসে মেলে। ব্যস্ত সময়ের মাঝে অনেকক্ষেত্রে গোটা মেল পড়া বেশ সমস্যার। সমাধান এবার হাতের মুঠোয়। আর সময় নষ্ট করে পড়তে হবে না গোটা মেল। এবার গুগল Gemini নিমেষেই আপনার সামনে তুলে ধরবে মূল বক্তব্য। তবে এটা কেবলমাত্র জিমেলের ক্ষেত্রেই।
ঠিক কী জানানো হয়েছে সংস্থার তরফে? ধরুন আপনি জিমেল ইউজার। আপনার কাছে একটি মেল এসেছে। এবার মেলের উপরে দেখা যাবে সামারাইজড মেসেজ অর্থাৎ মেলের সারাংশ। যার নেপথ্যে জেমিনি। এই পদ্ধতিতে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবেন বলেই মনে করছে সংস্থা। ব্যস্ততার ফাঁকে দরকারি অংশটুকু পড়ে নিতে পারবেন। জেনে নিতে পারবেন মূল তথ্য। পরে ফাঁকা সময়ে দেখে নেবেন বিস্তারিত।
তবে কোনও ক্ষেত্রে হতেই পারে যে অটোমেটিক্য়ালি সামারাইজড হল না মেল, তাতেও চিন্তার কিছু নেই। মেলের পাশেই থাকবে একটি অপশন। তাতে ক্লিক করলেই পেয়ে যাবেন সারাংশ। প্রসঙ্গত, সংস্থা সূত্রে খবর, আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জিমেলেই এই সুবিধা মিলবে। উল্লেখ্য, গ্রুপ চ্যাটের ক্ষেত্রে সম্প্রতি এই একই ফিচার আনার কথা জানিয়েছে হোয়াটসঅ্য়াপ। জানা গিয়েছে, গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই। তবে তাতেও প্রাইভেসি লঙ্ঘন হবে না বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.