সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শুটিংয়ের মাঝেই চোখে প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। স্বস্তিকা জানান, তাঁর চোখের কর্নিয়া আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঠিক কোথায়, কখন আর কীভাবে ঘটল এই ঘটনা, তা মনে করতে পারছেন না অভিনেত্রী।
অভিনয় জগতে দীর্ঘক্ষণ কন্টাক্ট লেন্সের ব্যবহার খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এর থেকে চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সবচাইতে বেশি। কিন্তু প্রশ্ন হল, এই কর্নিয়া আসলে কী? আমাদের চোখকে যদি একটি ক্যামেরার সঙ্গে তুলনা করা হয়, তাহলে কর্নিয়া হল সেই ক্যামেরার লেন্সের সামনের স্বচ্ছ কাচের মতো অংশ। এটি চোখের একেবারে সামনের দিকে থাকে এবং দেখতে গোলাকার ও স্বচ্ছ। কর্নিয়ার মূল কাজ বাইরে থেকে আসা আলোকে চোখের ভিতরে প্রবেশ করানো এবং রেটিনায় ফোকাস করতে সাহায্য করা। এটি চোখের একটি প্রতিরক্ষামূলক স্তর হিসেবেও কাজ করে। ফলে বাইরের ধুলো, ময়লা এবং জীবাণু থেকে সহজেই চোখ রক্ষা পায়।
কর্নিয়ার বিভিন্ন রোগ ও তার কারণ
১. কর্নিয়ার আলসার: চোখে অশ্রু উৎপাদন কমে গেলে কিংবা কন্টাক্ট লেন্সের অতিরিক্ত ব্যবহারের ফলে কর্নিয়ায় আলসার দেখা দিতে পারে।
২. কেরাটাইটিস: কেরাটাইটিস বা কর্নিয়ার প্রদাহ মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সংক্রমণের কারণে হয়। অনেকসময় সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবেও কর্নিয়া পুড়ে যেতে পারে যাকে ‘ফটো কেরাটাইটিস’ বলা হয়।
৩. কর্নিয়ার শোথ: চোখে আঘাত, সংক্রমণ বা অস্ত্রোপচারের কারণে অনেকসময় ফোলা ভাব দেখা যায় যা কর্নিয়ার শোথ নামে পরিচিত।
কীভাবে বুঝবেন আপনার কর্নিয়া ক্ষতিগ্রস্ত?
১. চোখে তীব্র ব্যথা।
২. ঝাপসা দৃষ্টি।
৩. লালভাব ও প্রদাহ।
৪. আলোতে অস্বস্তি।
৫. চোখ দিয়ে জল পড়া।
চিকিৎসা
কর্নিয়ার ক্ষতির ধরন ও তীব্রতার উপর নির্ভর করে সঠিক চিকিৎসা সম্ভব।
১. প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল আই ড্রপ ব্যবহার করে চিকিৎসা পদ্ধতি শুরু করা হয়।
২. শুষ্ক চোখের কারণে ক্ষতি হলে কৃত্রিম অশ্রু ব্যবহার করা হয়, যা চোখকে আর্দ্র রাখতে সাহায্য করে। এক্ষেত্রে লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসক।
৩. যদি কর্নিয়ার ক্ষতি খুব বেশি হয় এবং ওষুধ প্রয়োগে চিকিৎসা করা সম্ভব না হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এর মধ্যে কর্নিয়া প্রতিস্থাপন অন্যতম চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত কর্নিয়ার পরিবর্তে একজন সুস্থ দাতার কাছ থেকে নেওয়া স্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।
এছাড়াও আরও বহু বিকল্প চিকিৎসা পদ্ধতি রয়েছে। চোখের যেকোনও সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সঠিক সময়ে চিকিৎসা না করালে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। চোখের যেকোনও সমস্যায় দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.