Advertisement
Advertisement

Breaking News

Cancer

শহরে খুলল প্রিভেনটিভ অঙ্কোলজি ক্লিনিক, কাউন্সেলিংয়ে মিলবে ক্যানসারের সব ‘অ্যানসার’!

নেতাজি সুভাষ ক্যানসার হাসপাতালের ভিতরে এই ক্লিনিক, রয়েছেন মনোবিদও।

Cancer prevention centre opens in Southern Kolkata, people also can consult with pshychologist

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 1, 2025 12:34 pm
  • Updated:June 1, 2025 12:36 pm  

স্টাফ রিপোর্টার: মুখের মধ্যে কোনও ঘা সারছে না? কিংবা চেয়েও ছাড়তে পারছেন না ক্যানসারের অন্যতম কারণ বিড়ি-খৈনি? ক্যানসার সংক্রান্ত সমস্ত সমস্যার নিষ্পত্তি করতে শহরে খুলল প্রিভেনটিভ অঙ্কোলজি ক্লিনিক। দক্ষিণ শহরতলির নয়াবাদে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যানসার হাসপাতালের ক্লিনিকে থাকবেন একজন মনোবিদ। ধূমপান ছাড়তে ইচ্ছুকদের কাউন্সেলিং করে সাহায্য করবেন তিনি।

নেতাজি সুভাষ ক্যানসার হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি সোমা মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ক্লিনিকে প্রথমবারের এলে ভিজিট হিসেবে কোনও টাকা দিতে হবে না। বাংলার যে কোনও প্রান্ত থেকে আমজনতা এই ক্লিনিকে গিয়ে পরামর্শ গ্রহণ বা চিকিৎসা করাতে পারেন। খোলা হয়েছে একটি হেল্প লাইন নম্বরও। ৯৮৭৪২১০০০৩ নম্বরে ডায়াল করে জানতে পারবেন ক্লিনিক সম্বন্ধে। আপাতত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই ক্লিনিক।

পরিসংখ্যান বলছে, ফি বছর ৬ লক্ষ ৪৪ হাজার মানুষ মাথা এবং গলার ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। শনিবার কলকাতা প্রেস ক্লাবে সেই তথ্য প্রথম ভিজিট বিনামূল্যে তুলে ধরেন চিকিৎসক ডাক্তার অলঙ্কার সাহা, ডাক্তা জুল কানন, ডাক্তার রাহুল আগরওয়াল, ডাক্তার ঋক মুখোপাধ্যায়। যে কোনও ক্যানসারের জন্যই সিগারেট একটা মস্ত বড় কারণ। সমীক্ষা বলছে, প্রতি ১০০ জন ক্যানসার আক্রান্তর মধ্যে ৩০ জনের আক্রান্ত হওয়া নেপথ্যে কোনও না কোনও তামাক।

শনিবার বিশ্ব তামাক বিরোধী দিবসে চিকিৎসকদের পরামর্শ, যে কোনও রকমের তামাক থেকে দূরে থাকুন। ফি বছর সারা পৃথিবী জুড়ে নতুন করে ক্যানসার আক্রান্ত হচ্ছেন ২ কোটি মানুষ। দেশে প্রতি ৯ জনের মধ্যে একজনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এমতাবস্থায় সচেতনতা বাড়াতে প্রাশাসনকে আরও দায়িত্ব নিতে বলছেন চিকিৎসকরা। শনিবার শহরের একাধিক জায়গায় মেডিক্যাল ক্যাম্প করেন নেতাজি সুভাষ ক্যানসার হাসপাতালের চিকিৎসকরা। বিনামূল্যে প্রায় তিনশো পথচলতি মানুষের মুখের ভিতর পরীক্ষা করা হয়। চিকিৎসকরা বলছেন, মুখের ভিতর কোনও ঘা যদি ১৫ দিনের বেশি থাকে, অবশ্যই সাবধান হোন। বড় বিপদ থেকে রক্ষা পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement