সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও সিনেমা ও ডিজনি হটস্টার মিলে পথচলা শুরু করেছে দেশের সবচেয়ে বড় ওটিটি JioHotstar। অনেকেই আছেন, যাদের হটস্টারের সাবক্রিপশন ছিল। কেউ আবার নতুন করে সাবক্রিপশন নেওয়ার ভাবনাচিন্তা করছেন। জানেন কী হটস্টারের সদস্যরা কীভাবে এই অ্যাপে লগ ইন করবেন? নতুন সদস্য হতেই বা খরচ কত, চলুন জেনে নেওয়া যাক।
মোবাইল প্ল্য়ান- জিও হটস্টারের সবচেয়ে সস্তা প্ল্য়ানের খরচ ১৪৯ টাকা। যার সময়সীমা ৩ মাস। অর্থাৎ এই রিচার্জে তিনমাস নিশ্চিন্তে দেখতে পাবেন অ্যাপেন সমস্ত কনটেন্ট। মোবাইলের আরেকটি প্ল্যানের খরচ ৪৯৯ টাকা। এটি বার্ষিক প্ল্যান।
সুপার প্ল্য়ান- বড় স্ক্রিনে সিনেমা, সিরিজ দেখতে ভালোবাসেন, কিন্তু বাজেট কম? তাহলে জিও হটস্টারের সুপার প্ল্য়ান আপনারই জন্য। ২৯৯ টাকা ব্যায় করতে হবে ৩ মাসের জন্য। ১২ মাসের খরচ ৮৯৯ টাকা। এই প্ল্য়ান রিচার্জ করলে একসঙ্গে দুটো ডিভাইসে লগ ইন করতে পারবেন।
প্রিমিয়াম প্ল্য়ান- এক্ষেত্রে একসঙ্গে ৪ টি ডিভাইনে লগ ইন করা যাবে একটা অ্যাকাউন্ট। এই প্ল্য়ানটি বিজ্ঞাপন ফ্রি।
দীর্ঘদিন ধরে যারা জিও সিনেমা বা হটস্টার ব্যবহার করতেন, তারা ভাবছেন এবার কী হবে। সংস্থা জানিয়েছে চিন্তার কোনও কারণ। যাদের সাবস্ক্রিপশন ছিল, নির্ধারিত দিন পর্যন্ত তা থাকবে। উলটে পুরনো রিচার্জে একসঙ্গে দুটি অ্যাপের যাবতীয় কনটেন্ট দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.