Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

এবার ইনস্টাগ্রাম স্টোরি সরাসরি শেয়ার করতে পারবেন WhatsApp-এও! জানুন কীভাবে

এভাবে চেষ্টা করে দেখুন।

Here is How to Share Instagram Stories Directly to WhatsApp Status
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 14, 2025 1:51 pm
  • Updated:April 14, 2025 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর মজে থাকেন সোশাল মিডিয়ায়? প্রতিমুহূর্তের আপডেট নিশ্চয়ই পোস্ট করেন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে? তাহলে আপনার জন্যই রয়েছে দারুণ খবর। বিন্দুমাত্র ঝক্কি ছাড়াই ফেসবুকের পর ইনস্টাগ্রাম স্টোরি এবার সরাসরি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্য়াপেও। শুধুমাত্র সেটিংসে সামান্য বদল করলেই কেল্লাফতে! নিশ্চয়ই ভাবছেন কীভাবে?

জানা গিয়েছে, ক্রস পোস্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মেটা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই ফিচার। এর ফলে ইনস্টাগ্রাম স্টোরি যেমন সরাসরি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে, তেমনই হোয়াটসঅ্য়াপ স্টোরি শেয়ার করা যাবে ফেসবুকেও।

Advertisement

কীভাবে ইনস্টাগ্রাম স্টোরি সরাসরি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে?

১. ইনস্টাগ্রাম ওপেন করুন।
২.সেটিংস অপশনে গিয়ে বেছে নিন ক্রসপোস্টিং।
৩.ফেসবুক না হোয়াটসঅ্য়াপ কোথায় শেয়ার করবেন, তা বেছে নিন। এরপর ইনস্টাগ্রাম স্টোরি দিন। দেখবেন তা শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ স্টেটাসেও।

কীভাবে হোয়াটসঅ্যাপ স্টোরি সরাসরি শেয়ার করবেন ফেসবুকে?

১. হোয়াটসঅ্য়াপ খুলুন।
২.সেটিংস অপশনে যান।
৩.প্রাইভেসি অপশনে যান।
৪.বেছে নিন স্টেটাস।
৫. সেখানেই অপশন পাবেন, সরাসরি কোথায় শেয়ার করতে চান স্টোরিটি।

তবে আপনি চাইলেই যে কোনও সময় এই সেটিংস পরিবর্তন করতে পারবেন। উল্লেখ্য, ব্যবহারকারীদের স্বার্থে বরাবরই আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির সংস্থা। সেই তালিকায় নয়া সংযোজন ক্রস পোস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement