Advertisement
Advertisement
Bhai Phota

যমদুয়ারে পড়ল কাঁটা…ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটায় মেনে চলুন এই নিয়মগুলি

উদয় তিথি অনুযায়ী, ভাইফোঁটা ৩ তারিখ।

Bhai Phota: Follow these rules in Bhai Dooj

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:November 2, 2024 3:33 pm
  • Updated:November 2, 2024 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের মঙ্গল কামনায় বোনের প্রার্থনাই ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দেশজুড়ে পালিত হয় ভাইফোঁটা। স্থানভেদে নাম আলাদা। এই দিনের পিছনে পৌরাণিক কাহিনি প্রায় সকলের জানা। পৌরাণিক কথা অনুযায়ী, এই তিথিতেই মৃত্যুর দেবতা যম বোন যমুনার বাড়িতে যান। তাঁর আতিথেয়তা গ্রহণ করেন। সেই অনুসারে শুরু ভাইফোঁটা। আরও একটি মতে মনে করা হয়, নরকাসুরের বধের পর ভগবান কৃষ্ণ বোন সুভদ্রার কাছে যান। তিনি ভাইয়ের কপালে তিলক লাগিয়েছিলেন। সেই অনুযায়ী শুরু ভাইফোঁটা।

চলতি বছরের ভাইফোঁটা কবে?
আজ, প্রতিপদে অনেকেই ভাইফোঁটা পালন করছেন। তবে দ্বিতীয়া তিথি মনে আগামিকাল ৩ তারিখ রবিবার ভাইফোঁটা। দ্বিতীয়ার শুভ সময় শুরু ২ তারিখ রাত ৮টা ২১ মিনিটে। যা চলবে ৩ তারিখ রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত। 

Advertisement

উদয় তিথি অনুসারে ভাইফোঁটার সময়

৩ তারিখ সকাল ১১টা ৩৮ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে। বহ্ম মুহূর্ত শুরু হচ্ছে বিকেল ৪ টে ৫১ মিনিট থেকে যা চলবে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত। গোধূলির শুভ সময় বিকেল ৫ টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভাইয়ের মঙ্গল কামনায় মানুন এই নিয়মগুলো

১. আপনি বিবাহিতা হলে ভাইয়ের বাড়িতে গিয়ে ফোঁটা দেওয়ার চেষ্টা করুন। অবিবাহিত হলে নিজের হাতে কিছু রান্না করে ভাইকে খাওয়ান। এতে যমুনা ও যম দুজনেই খুশি হন। আশীর্বাদ দেন তাঁরা।

২. তিলক দেওয়ার সময় অবশ্যই রুপো, সুপারি, চাল এগুলো থালায় রাখবেন। দিনের শেষে সেই জিনিসগুলো অভাবী কোনও ব্যক্তিকে দান করুন। এছাড়াও নারকেল, চিনি, কালো ছোলা, শস্য ইত্যাদি ভাইকে দিন। যমরাজের নামে প্রদীপ জ্বালান। তাতে আপনার ভাইয়ের জীবনে ওপরিবারে সুখ আসবে বলে মনে করা হয়।

৩. তিলকের সময়, ‘যমদুয়ারে পড়ল কাঁটা…আমি দিই আমার ভাইকে ফোঁটা’ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন।

৪. টিকার সময় খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে যেন থাকে। ওই দিকনির্দেশ মেনে চললে দুজনের জীবনে সুখ নেমে আসে বলে ধারণা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement