Advertisement
Advertisement
Flower

বাগানজুড়ে কাঠগোলাপের সম্ভার চান? এইভাবে করুন পরিচর্যা

কাঠগোলাপ ফুল নিজেই একটা মায়া।

enriched your garden with this flower here is some tips
Published by: Arani Bhattacharya
  • Posted:June 20, 2025 7:46 pm
  • Updated:June 20, 2025 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাঠগোলাপের সাদার মায়া’, সত্যিই তাই কাঠগোলাপ ফুল নিজেই একটা মায়া। সোনার বরণ এই ফুলের রূপ ও গন্ধে মুগ্ধ হননি এমন মানুষ বোধহয় মিলবে না। বাড়িতে জায়গার অভাব থাকলে অনেকেই নিজের বারান্দা বাগানে এই গাছ বসাতে চান। অনেকসময় বাধ সাধে সঠিক পরিচর্যা। কিভাবে কাঠগোলাপের সঠিক পরিচর্যা করবেন জেনে নিন। রইল টিপস-

Advertisement

এই গাছের জন্য সবার প্রথম যা প্রয়োজন তা হল সঠিক মাটি। এমন মাটি তৈরি করতে হবে যা জল ধরে রাখতে পারবে অথচ গাছের গোড়ায় জল জমতে দেবে না। ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ জৈব সার মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে টবে বা পাত্রে বসাবেন এই গাছ তাতে যেন সঠিক জল নিস্কাশনের ব্যবস্থা থাকে।

গাছে জল দেবেন অবশ্যই কিন্তু তা দেবেন কিছুদিন পর পর। খেয়াল রাখবেন কাঠগোলাপ গাছের গোড়ায় যাতে জল না জমে। এই গাছে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় না। তাই পরিমিত মাত্রায় জল দেওয়াই ভালো।

নতুন পাতা আসার মরসুম হোক বা অন্যসময়, গাছে নতুন পাতা এলে চেষ্টা করবেন গাছের চারিদিকে স্বল্প পরিমাণে সুপার ফসফেট ও ইউরিয়া সার দিয়ে দিতে।

কাঠগোলাপ গাছে পর্যাপ্ত রোদের প্রয়োজন হয়। তাই এমন জায়গায় কাঠগোলাপ গাছ বসানোর চেষ্টা করুন যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ, আলো ও বাতাস পাবে।

শীতকালে কাঠগোলাপের যত্নে বিশেষভাবে সচেতন হতে হবে। শীতকালে এই গাছের বৃদ্ধি তুলনামূলকভাবে কমে যায়। এইসময় সার ও জল দুইই গাছে কম পরিমাণে দেবেন।

বর্ষাকালে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় একদম যাতে জল না দাঁড়ায় নচেৎ গাছের গোড়া পচে যেতে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement