Advertisement
Advertisement
Home Clean

বৃষ্টিভেজা আবহাওয়ায় ঘরজুড়ে দুর্গন্ধ? এই উপায়ে খুব সহজেই দূর করুন

খুব সহজেই ঘরোয়া উপায়ে দূর করতে পারেন বর্ষার গন্ধ। কীভাবে? ঝটপট জেনে নিন।

How to clean home at rainy season, here's tip
Published by: Sandipta Bhanja
  • Posted:August 10, 2024 4:37 pm
  • Updated:August 10, 2024 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিভেজা আবহাওয়া মানেই ঘরের ভিতর সবসময়ে একটা স্যাঁতসেঁতে গন্ধ! অফিস ফেরত বাড়িতে ঢুকেই গুমোট অবস্থা। এদিকে বাড়িতে হয়তো অতিথি আসবে। চটজলদি সেই গন্ধ দূর করতে রুম স্প্রে ব্যবহার করছেন? কিন্তু এখানেও সমস্যা দূর হচ্ছে না। খানিকবাদেই সেই একই অবস্থা। কুছ পরোয়া নেহি! খুব সহজেই ঘরোয়া উপায়ে দূর করতে পারেন বর্ষার গন্ধ। কীভাবে? ঝটপট জেনে নিন।

১) বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।

Advertisement

২) বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

Advertisement

৩) স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।

[আরও পড়ুন: বর্ষায় কাঠের আসবাবের দফারফা? যত্ন নেওয়ার দারুণ সব টিপস রইল]

৪) ঘর মোছার জলে কপূর ফেলে দিন। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্য়াঁতসেঁতে ভাব দূর হবে। এছাড়াও গুমোট গন্ধ তাড়াতে কর্পূর গুঁড়ো করে ঘরের কোণগুলোয় ছড়িয়ে দিন।

৫) ঘরের এককোণায় এক বাটি জলে লেবুর রস মিশিয়ে রেখে দিন। এতে ঘরের মধ্যে ফ্রেশভাব বজায় থাকবে।

৬) জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।

[আরও পড়ুন: রুপোর গয়নায় কালচে দাগ! ঝকঝকে করুন মাত্র ২ মিনিটে, রইল দারুণ টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ