Advertisement
Advertisement

Breaking News

ধনী হতে চাইলে এসব জিনিস বাড়িতে রাখবেন না

ধনী হওয়ার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে! বিশ্বাস হচ্ছে না তো? নিচের দেওয়া পরামর্শগুলো মেনেই দেখুন না৷

If you want to be rich, remove these things from your house immediately
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 5:23 pm
  • Updated:June 25, 2019 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি-গাড়ি প্রতিপত্তি কে না চান! নিদেন পক্ষে জীবনের ছোটখাটো প্রয়োজনগুলো মিটিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে চান না, এমন মানুষের দেখা মেলা ভার৷ কিন্তু ধনী হব ভাবলেই তো আর দুম করে হাতে অনেক অর্থ চলে আসে না৷ তার জন্য অনেক পরিশ্রম করতে হয়৷ ভাগ্যের সঙ্গ অবশ্য থাকতেই হবে৷ একদিনে বড়লোক হওয়া সম্ভব না হলেও দৈনন্দিন জীবনে কয়েকটা ছোট্ট পরিবর্তন, পাল্টে দিতে পারে আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি৷ মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যাওয়ার দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতেই পারেন৷ কী করতে হবে? খুব সহজ৷ বাড়ির বেশ কিছু জিনিসকে ঝেঁটিয়ে বিদায় করে দিন৷ ধনী হওয়ার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে! বিশ্বাস হচ্ছে না তো? নিচের দেওয়া পরামর্শগুলো মেনেই দেখুন না৷

১. ঘুঘুর বাসা: বাড়িতে ঘুঘু বাসা বেঁধে থাকলে আজই তা সরিয়ে ফেলুন৷ ঘুঘুর বাসা সংসারে দারিদ্র নিয়ে আসে বলে মনে করা হয়৷

Advertisement

২. মৌচাক: বাড়ির ভিতর বা আশেপাশে মৌচাক রয়েছে৷ আর থাকতে দেবেন না৷ কারণ এটি শুধু ভয়ংকরই নয়, অনেকেই বলেন এতে বাড়ির অমঙ্গল হয়ে থাকে৷ আর মৌমাছি বাড়ির কাউকে কামড়ালে ডাক্তারের খরচও কিন্তু বাড়বে৷

Advertisement

৩. মাকড়শার জাল: বাড়িতে ঝুল জমতে দেবেন না৷ পরিষ্কার বাড়িতেই মা লক্ষ্মী বাস করেন৷

৪. ভাঙা কাচ: ভাঙা আয়না বা কাচের টুকরো বাড়িতে পড়ে থাকতে দেবেন না৷ যাঁরা বাস্তু চর্চা করেন তাঁরা বলেন, ভাঙা কাচ বাড়িতে দারিদ্র ও অশুভ শক্তিকে ডেকে আনে৷

৫. লিক হয়ে যাওয়া কল: বাড়ির বাথরুম বা বেসিনের ট্যাপ কলটির প্যাঁচ কেটে গিয়ে থাকলে তা পাল্টে ফেলুন৷ ভেবে দেখুন লিক হয়ে যাওয়া কলটি বদলে ফেললে অনেকটা জলের সাশ্রয় হবে৷ আর পাম্পের জল বাঁচলে ইলেকট্রিক খরচও কমে যাবে৷

ganesh

৬. পচা ফুল: ঠাকুর ঘরে বা সিংহাসনে পচা ফুল পড়ে থাকতে দেবেন না৷ পরিষ্কার বাড়িই অন্যের কাছে আপনার ভাবমূর্তি তুলে ধরে৷

৭. আলগা তার: খুঁজে দেখুন তো বাড়ির কোথাও আলগা তার খুলে ঝুলে রয়েছে কি না৷ থাকলে আর সেটিকে বাড়িতে রাখবেন না৷ এধরনের তার থেকে বাড়িতে শর্ট সার্কিট হতে পারে৷ আর শর্ট সার্কিট হলে বাড়ির কী পরিমাণ ক্ষতি হতে পারে তা আন্দাজ করতেই পারছেন৷ খরচের অঙ্ক কষলে মাথা ঘুরে যেতে পারে৷ তাই এখনই সতর্ক হোন৷

ধনী হওয়ার জন্য আপনার বাড়িটি ঠিক কেমন হওয়া উচিত?
বাড়ির দেওয়ালের রং নীল হলে খুব ভাল৷ শোওয়ার ঘরে লাল ও মেরুন রং এড়িয়ে চলতে পারেন৷ পারলে বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগান৷ রান্নাঘরটি দক্ষিণ-পূর্ব দিকে হলে তো খুবই ভাল৷ বাড়ির এক্কেবারে পশ্চিমে যদি কোনও ঘর থাকে তাহলে তার দেওয়ালের রং হলুদ হলেই মঙ্গল৷ বাস্তু অনুযায়ী, পশ্চিমের ঘর হলুদ রঙের হলে তা শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় ও দারিদ্র দূর করে৷ টাকা-পয়সা রাখার আলমারি বা লকার বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিমের কোনও ঘরে রাখার চেষ্টা করুন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ