Advertisement
Advertisement

Breaking News

নৈনিতাল

রেলের বিশেষ প্যাকেজ, কম খরচেই ঘুরে আসুন নৈনিতাল

জেনে নিন প্যাকেজের খুঁটিনাটি৷

IRCTC tourism offers five day tour to Nainital, Details Here
Published by: Sayani Sen
  • Posted:May 21, 2019 6:19 pm
  • Updated:May 21, 2019 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড গরম৷ ইতিমধ্যেই খুদের স্কুলেও ছুটি পড়ে গিয়েছে৷ তাই সে রোজ রোজ বায়না করছে বেড়াতে যাওয়ার৷ অথচ ভাবছেন কোথায় বেড়াতে যাবেন তাই তো? আপনার ভাবনা কমাতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল৷ কারণ এবার মাত্র ১৩ হাজার ৫০ টাকা খরচে ঘুরে আসুন উত্তরাখণ্ডের জনপ্রিয় শৈলশহর নৈনিতাল৷ অল্প খরচে পাঁচদিনের এই প্যাকেজ আপনার মন ভাল করে দিতে বাধ্য৷

ভারতীয় রেল সূত্রে খবর, প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ২৫ নাগাদ লখনউ থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে৷ পরেরদিন সকাল আটটা নাগাদ ট্রেনটি গিয়ে পৌঁছাবে কাঠগুদাম৷ ২৪ কিলোমিটারের মধ্যে নৈনিতালে একটি হোটেলে ওঠা বাধ্যতামূলক৷ ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছেও যাবেন আপনি৷ তারপর খাওয়াদাওয়া সেরে ঘুরে আসুন কেভ গার্ডেন, লেক ভিউপয়েন্ট, লাভার্স পয়েন্ট, ওয়াটারফল, খুরপাটাল লেক ভিউপয়েন্ট৷ সন্ধেবেলা বাড়ি ফিরে আসুন৷ রাতে খাওয়াদাওয়ার পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন৷

Advertisement

[ আরও পড়ুন: ডাকছে ড্রাগনভূমি, গ্রীষ্মের ছুটির ঠিকানা ভুটান ভ্রমণ]

তৃতীয় দিনে আপনার গন্তব্য নৈনিতাল থেকে ৫১ কিলোমিটার দূরবর্তী মুক্তেশ্বর৷ পৌঁছাতে সময় লাগতে পারে মাত্র দুঘণ্টা৷ মুক্তেশ্বরে গিয়ে আপনি দেখতে পারেন চোলি কি জালি, ভোওয়ালি, ঘোরাখাল মন্দির, রামগড় এবং তা বাগান৷ সন্ধেবেলা আপনাকে ফিরে আসতে হবে নৈনিতালে৷ রাতে হোটেলেই জমিয়ে সারুন পেটপুজো৷ চতুর্থ দিনে নৈনিতালে আশেপাশের এলাকাগুলি চেনার পালা৷ এদিন আপনি যেতে পারেন সাত্তাল, ভীমতাল-সহ একাধিক জায়গা৷ পড়ন্ত বিকেলের সৌন্দর্য আপনাকে উপভোগ করতেই হবে৷ নইলে কিন্তু নৈনিতালে বেড়াতে যাওয়ার আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা প্রবল৷

Advertisement

[ আরও পড়ুন: এবার খুব সহজেই পাড়ি জমানো যাবে বাংলাদেশে, জানেন কীভাবে?]

সোমবার আপনার বাড়ি ফেরার পালা৷ ব্যাগ গুছিয়ে প্রাতঃরাশ সেরে বেড়িয়ে পড়ুন৷ নৈনিতাল থেকে বেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে কাঠগুদামে৷ সকাল ১০.৫৫ মিনিটের লখনউগামী বিশেষ ট্রেনে চড়ুন৷ সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধে ৬.৪৫ মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন লখনউ৷  পাঁচদিনের এই ছোট্ট ছুটি কাটিয়ে এসে দেখবেন আপনার মন ভাল হয়ে গিয়েছে৷ ইট-কাঠ-কংক্রিটের জগতের হাসফাঁসানির জীবনে নৈনিতালের ছোট্ট ছুটি অক্সিজেনের জোগান দেবে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ