BREAKING NEWS

২৮ শ্রাবণ  ১৪২৭  বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০ 

Advertisement

পিরামিডের উপর অবাধ যৌনতায় মাতলেন দম্পতি, ভাইরাল ভিডিও

Published by: Sayani Sen |    Posted: December 10, 2018 4:03 pm|    Updated: December 10, 2018 6:38 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও ভ্রমণপিপাসুরই মিশরের পিরামিড দেখার শখ রয়েছে৷ আর পাঁচজনের মতো সেই শখ ছিল এক দম্পতিরও৷ ওই পিরামিড দেখতে যান তাঁরা৷ রাতের অন্ধকারে পিরামিডের রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন দম্পতি৷ চোখের সামনে পিরামিড আর হাতে ক্যামেরা৷ তাই সেই দৃশ্য ফ্রেমবন্দি করবেন না দু’জনে, তা কি হয়? বরং তড়িঘড়ি ছবি তোলার পাশাপাশি ভিডিও করতে শুরু করেন জুটিতে৷ এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু অবাক কাণ্ড ঘটল এরপর৷ ক্ষণিকের মধ্যেই পিরামিডের উপরে উঠে নগ্ন হন মহিলা৷ একে অপরকে জড়িয়ে ধরেন দম্পতি৷ তারপরই মেতে উঠেন অবাধ যৌনতায়৷ সেই ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে৷ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও৷

[ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে গ্রেপ্তার বিউটি কনটেস্ট বিজয়ী]

ভিডিওয় দেখা গিয়েছে, অল্পবয়সি ওই দম্পতি মিশরের গাজায় অবস্থিত খুফু পিরামিডের উপরে উঠে পড়েন৷ রাতের অন্ধকারে পিরামিডের রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল দু’জনে৷ সেই সময় পিরামিডের আশেপাশে আর কেউ ছিলেন না৷ নিজেরাই দিব্যি কখনও ছবি তুলছিলেন আবার কখনও ভিডিও করছিলেন তাঁরা৷ কিন্তু আচমকাই কি যেন ঘটল৷ ছুটে ছুটে পিরামিডের উপরে উঠে পড়েন মহিলা৷ মুহূর্তের মধ্যেই পোশাক খুলে নগ্ন হয়ে যান তিনি৷ স্ত্রীকে এই অবস্থায় দেখেও ভিডিও করা বন্ধ করেননি যুবক৷ ওই অবস্থাতেই মিনিটখানেক ভিডিও করেন৷ একদিকে মাদকতায় ভরপুর পিরামিড আবার অন্যদিকে নগ্ন স্ত্রী৷ দুয়ে মিলে নিজেকে সামলে রাখতে পারেননি দম্পতি৷ অন্ধকার রাতে পিরামিডের উপরেই শরীরি খেলায় মেতে ওঠেন দু’জনে৷ চলে অবাধ যৌনতা৷ সেই ঘটনার ভিডিও করেন দম্পতি৷ অবাক করা এই কাণ্ডটি  ঘটে শুক্রবার রাতে৷

PYRAMID

[মিলন মুহূর্তে হার্ট অ্যাটাকে মৃত্যু মেধাবী ছাত্রীর]

ঘটনার পরেরদিনই মিনিট তিনেকের এই ভিডিও ইউটিউবে প্রকাশ করেন বিখ্যাত ড্যানিশ ফটোগ্রাফার আন্দ্রিয়েজ হিভিড। ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসার পরই সমালোচনার শিকার হন দম্পতি৷ মিশরে পিরামিডের উপর ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। তার উপর আবার নগ্ন হয়ে অবাধ যৌনতায় মেতে ওঠা৷ সব মিলিয়ে এই ভিডিও সামনে আসার পর পিরামিডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে৷ নড়েচড়ে বসেছে মিশর প্রশাসন৷ কীভাবে ওই দু’জন পিরামিডের উপর উঠলেন এবং নগ্ন অবস্থায় ছবি-ভিডিও করলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা।

[বিশ্বের সবচেয়ে সেক্সি ওয়েদার গার্লের সঙ্গে সম্পর্কে ইতি বয়ফ্রেন্ডের!]

ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে৷ নেটিজেনরা ইতিমধ্যেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in৷

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement