Advertisement
Advertisement

Breaking News

আপনাকেই বেশি মশা কামড়ায়! কেন জানেন?

তা কেন মশারা বেছে বেছে বিশেষ কাউকেই কামড়ায়?

 Read the reasons Some people attract more mosquito bites than others
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2017 12:55 pm
  • Updated:March 17, 2017 12:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসে আছেন বন্ধুদের দলে৷ কিন্তু মশাদের টার্গেটে যেন আপনিই৷ এদিক ওদিক থেকে এসে আপনার গায়েই যেন সূচ ফুটিয়ে পালাচ্ছে মশার দল৷ কিন্তু এত লোক থাকতে আপনিই কেন? কোনও নির্দিষ্ট কারণ আছে কি? বিশেষজ্ঞরা বলছেন, আলবাত আছে, নইলে সাধে কি আর মশারা বেছে বেছে কাউকে কামড়ায়!

তা কেন মশারা বেছে বেছে বিশেষ কাউকেই কামড়ায়?

Advertisement

ব্লাড গ্রুপ: বিশেষ ব্লাড গ্রুপ এর জন্য দায়ী৷ দেখা গিয়েছে o+ , o- দুই ব্লাড গ্রুপের মানুষকেই বেশি মশা কামড়ায়৷ সুতরাং এই ব্লাড গ্রুপের মানুষদের মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার নেই৷

Advertisement

পোশাক খোলার প্রয়োজন নেই, স্রেফ রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ব্রেস্ট ক্যানসার ]

গর্ভবতী: মশাদের টার্গেটে থাকে গর্ভবতীরাও৷ কেন? জানা যাচ্ছে, গর্ভবতীদের শরীরে এক বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাদের আকৃষ্ট করে৷ তাই ঝাঁকে ঝাঁকে তারা গর্ভবতীদের দিকে ছুটে আসে৷ এ ব্যাপারে মহিলাদের আগেভাগে সতর্ক থাকতে হবে৷

pregnant-woman-touching-her-belly-1489578466

ঘামের গন্ধ: অনেকেই বেশি ঘেমে ওঠেন৷ আর ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়৷ বডি টেমপারেচারের তারতম্যও ঘামের একটা কারণ৷ সুতরাং কারও যদি বেশি ঘাম হয়, তবে মশার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে৷

হাড়ের গুঁড়োয় তৈরি হচ্ছে ‘সিন্থেটিক ঘি’, সতর্ক থাকুন ]

পোশাকের রং: পোশাকের রংও মশাদের ডাক পাঠায়৷ বিশেষত গাঢ় কোনও রং৷ লাল রং হলে তো আর কথাই নেই৷ তাই গরম বা যে যে সময়ে মশাদের উপদ্রব বেশি, সেই সময় হালকা রংয়ের পোশাক পরাই শ্রেয়৷

জিন: কোনও কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে৷ সেটা জিনগত কারণেই তৈরি হয়৷ শরীরের নিজস্ব প্রক্রিয়া৷ জিনের কারণেই তা কারও কারও ক্ষেত্রে থাকে না৷ এক্ষেত্রেও মশা তাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই৷

78462058-1489578608

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ