Advertisement
Advertisement
Relationship News

প্রেমের খোঁজে ফার্স্ট ডেটে? প্রথম সাক্ষাতেই এই ৭ উপায়ে বুঝবেন সামনের মানুষটি রেড ফ্ল্যাগ

আচরণই বুঝিয়ে দেবে উলটোদিকের মানুষটা কেমন।

Relationship News : Here is how to find out red flag
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2025 4:19 pm
  • Updated:June 24, 2025 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে দিনে বাড়ছে কথা। সর্বক্ষণ একজনেরই মেসেজের অপেক্ষায় মন। ফার্স্ট ডেটের প্ল্যানও সেরে ফেলেছেন। কী পরবেন, কীভাবে সাজবেন, কীভাবে ইমপ্রেস করবেন, তা নিয়ে হাজারও ভাবনাচিন্তা করছেন। কিন্তু সম্পর্কে যাওয়ার আগে তো বুঝতে হবে যাকে মন দিচ্ছেন, সে আদৌ সঠিক মানুষ কি না? চলুক জেনে নিন কীভাবে বুঝবেন সামনের মানুষটি রেড ফ্ল্যাগ কি না।

Advertisement

১. প্রথম দেখায় নিজের সম্পর্কে বলাটাই স্বাভাবিক। কারণ, চিনতে হবে একে অপরকে। কিন্তু যদি দেখেন উলটোদিকের মানুষটা প্রয়োজনের অতিরিক্ত তথ্য দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করছে, তাহলে বুঝবেন সমস্যা আছে। লক্ষ্য করুন, আপনার সম্পর্কে জানতে চাইছে নাকি শুধুই নিজের কথা বলে চলেছে।

২. নিশ্চয় কোনও রেস্তরাঁয় দেখা করবেন। লক্ষ্য করুন সেখানকার কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করছেন সামনের মানুষটা। হতে পারে আপনার সঙ্গে হয়তো খুব ভালো ব্যবহার করছে, কিন্তু রেস্তরাঁকর্মীদের ক্ষেত্রে আচরণ উলটো হলে বিষয়টা ভাবার।

৩. পুরনোকে বাদ নিয়ে নতুন কিছু হয় না। প্রথম সাক্ষাতে প্রাক্তনের কথা বলে দেওয়াই ভালো। কিন্তু প্রাক্তনই যেন আলোচনার মূল বিষয়বস্তু না হয়ে দাঁড়ায়। যদি সেরকম হয় তাহলে কিন্তু সমস্যা।

৪. প্রথম সাক্ষাতে আড্ডা, খোলামেলা আলোচনা হতেই পারে। কিন্তু তা যেন কখনই সুক্ষ্ম লাইনটা না অতিক্রম করে। অথবা মজা করতে গিয়ে যদি উলটোদিকের মানুষটা আপনাকে অপমানজনক কিছু বলে তাহলে সাবধান।

৫. প্রশংসা করতে গিয়ে অন্যদের সঙ্গে তুলনা করছে? ধরুন বলল, “তুমি অন্য মেয়েদের মতো নও।” মনে রাখবেন সঠিক পুরুষ কোনওদিন কারও সঙ্গে আপনার তুলনা করবে না।

৬. কিছু জিনিস বলে বোঝানো যায় না। কিছু অনুভুতি ভাগ করা যায় না। যে মানুষটা আপনার জন্য পারফেক্ট, তার পাশে থাকলেই একটা অন্যরকম অনুভূতি হবে। আপনার মনই বলে দেবে যে ইনিই সঠিক।

৭. সম্পর্ক গড়তে সময় লাগে। সময়ের সঙ্গে সঙ্গে মজবুত হয় বন্ধন। তাই কোনও কিছুতেই তাড়াহুড়ো করা ঠিক নয়। যদি দেখেন প্রথম দেখাতেই বিয়ে, সংসার নিয়ে আলোচনা শুরু করেছে, তাহলে সতর্ক হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement