Advertisement
Advertisement
Relationship Tips

ঘামে ভেজা শরীরেই সঙ্গম হবে চাঙ্গা! সমীক্ষায় এল অবাক করা তথ্য

পুরুষের ঘাম, নারীদের মধ্যে সঙ্গমের ইচ্ছে আরও তীব্র করে।

try these Relationship Tips for good intimacy
Published by: Akash Misra
  • Posted:September 3, 2024 4:21 pm
  • Updated:September 3, 2024 4:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড গরম। একেবারে টেকা দায়। এরই মাঝে যদি ঘাম শরীরে সঙ্গী আদর করতে চায়! দূরে পালান? নাকি আলতো করে কাছে ডেকে নেন প্রিয় মানুষকে। যদি দ্বিতীয়টি হয়, তাহলে যৌনতায় আপনি বেতাজ বাদশা। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, ঘামে ভেজা শরীরে সঙ্গম করলে মিলবে চরম সুখ। ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং।

একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে শীতের চেয়েও নাকি ঘামে ভেজা শরীরে যৌন মিলন অনেক বেশি সুখকর। আর এর নেপথ্যে রয়েছে মেলাটোনিন(Melatonin)। রোদ যত চড়া হয় মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে ততই কমতে থাকে মেলাটোনিন হরমোনের ক্ষরণ। এই পরিবেশেই বাড়তে থাকে যৌন হরমোনের ক্ষরণ। যা আদতে যৌন- মিলনের ইচ্ছাকে তিনগুণ বাড়িয়ে দেয়। শুধুই কামনা সৃষ্টি নয়, মিলনকে দীর্ঘস্থায়ী করার পাশাপাশি উপভোগ্যও করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে পুরুষরা আরও দীর্ঘতর করে তুলতে তাঁদের যৌনক্রিয়া। কেননা, যৌন বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের ঘাম, নারীদের মধ্যে সঙ্গমের ইচ্ছে আরও তীব্র করে।

Advertisement

মার্কিন যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মারথা তারা লির গবেষণা পত্রে যৌনসুখের কারণ হিসাবে উঠে এসেছে ভিটামিন-ডি’র ভূমিকা। দেখা গিয়েছে ভিটামিন-ডি কেবল হাড়ের গঠন মজবুত করে না, সেই সঙ্গে যৌনতাবর্ধকও। এখানেও রয়েছে রোদের ভূমিকা। সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে ভিটামিন-ডি সংশ্লেষ হয়। অস্ট্রেলিয়ার মেডিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজের চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, পুরুষের প্রতি মিলিলিটার রক্তে ভিটামিন-ডি’র উপস্থিতি যত বাড়ে ততই বেশি পরিমাণ ক্ষরণ হতে থাকে যৌন হরমোন টেস্টোস্টেরন(Testosterone)। যা পুরুষের যৌন ক্ষুধা বাড়িয়ে দেয়। শুধু পুরুষ নয়। ভিটামিন-ডি’র প্রভাবে মহিলাদের শরীরেও ইস্ট্রোজেনের ক্ষরণ বেশি হয়। যা কামোন্মাদনা বাড়ায়। তাই চরম গরমে সেক্স থেকে দূরে থাকবেন না, বরং ঘাম শরীরে আরও কাছে ডাকুন সঙ্গীকে। দেখবেন বিছানায় উঠবে তুফান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement