Advertisement
Advertisement
ঝগড়া

সম্পর্কে মিষ্টতা আনতে চান? সঙ্গীর সঙ্গে চুটিয়ে ঝগড়া করুন

সম্পর্ক পোক্ত করতে আরও অনেক নতুন তথ্য দিয়েছে গবেষণা৷

want to strengthen conjugal life, make disagreement a habit
Published by: Tanujit Das
  • Posted:May 21, 2019 6:42 pm
  • Updated:May 21, 2019 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী স্বামীর সঙ্গে রোজ ঝগড়া করেন? মাঝে মাঝে মনে হয় স্বামী আপনাকে ভালবাসে না? মাথা গরম হয়ে যায়? না, রাগ করবেন না৷ জানবেন আপনাদের এই ঝগড়ার মুহূর্তগুলিই, স্বামী-স্ত্রীর প্রেমের মধুরসকে আরও গাঢ় করে তুলছে৷ না, এটা কোনও মনগড়া কথা নয়৷ এমনই বলছে গবেষণাও৷

[ আরও পড়ুন: হাসফাঁস গরমে আপনার যৌনক্ষমতা বাড়াতে পারে এই ফলটি ]

Advertisement

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৪ শতাংশ দম্পতি বিশ্বাস করেন যে, সপ্তাহে একবার করে ঝগড়া করলে তবেই তাঁদের শরীর সুস্থ থাকবে৷ এবং তাঁরা কার্যক্ষম থাকবে৷ এবং এর কারণও জানিয়েছেন গবেষকরা৷ তাঁদের মতে, একটি সুসম্পর্ক গড়ে তুলতে মশলার মতো কাজ করে ঝগড়া, রাগ ও অভিমান৷ স্বামী-স্ত্রীর নিয়মিত দ্বন্দ্বে জড়িত থাকলে এবং মাঝে মধ্যে তাঁরা রাগ-অভিমানে জড়িয়ে পড়লে, তবেই তাঁদের সম্পর্ক আরও পোক্ত হয়৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, মানসিকভাবে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ঝগড়ার সময় কখনই ব্যক্তিগত আক্রমণ বা চিৎকারের সাহায্য নেন না। বদলে, তাঁরা সবসময় পারস্পরিক বোঝাপড়ার জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন৷ কারণ অত্যধিক ঝগড়া করলে দু’জনের মনের ভাব সঠিকভাবে আদানপ্রদান হয় না৷ ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়৷

Advertisement

[ আরও পড়ুন:সঙ্গী সাড়া দিচ্ছেন না? বিছানায় ডাকুন এভাবেই… ]

গবেষকদের একাংশ বলছে, প্রচণ্ড ঝগড়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷ তেমনই মৃদু তর্ক-বিতর্ক সম্পর্কের দৃঢ়তা বাড়াতে সাহায্য করে৷ কারণ তর্কের সময়ই সঠিকভাবে মনের ভাব প্রকাশ পায়। এবং মনের বিরক্তিভাব মিটিয়ে দেয়৷ আপনার মনের গভীরে জমে থাকা নেতিবাচক অনুভূতিগুলি আপনার সঙ্গী বা সঙ্গিনী জানতে পারেন৷ পাশাপাশি, এভাবে সম্পর্কের একঘেয়েমি দূর করা যায় বলেও জানিয়েছেন গবেষকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ