Advertisement
Advertisement

Breaking News

মনের ক্লান্তি মেটাতে স্বল্প খরচে সপ্তাহান্তে ঘুরে আসুন বিহারীনাথ

জেনে নিন কীভাবে যেতে হবে৷

spend your weekend at Biharinath
Published by: Sulaya Singha
  • Posted:January 18, 2019 9:05 pm
  • Updated:January 18, 2019 9:05 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: শীতকাল মানেই মনের ক্লান্তি মেটাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া৷ শহরের কোলাহল থেকে দূরে সপ্তাহান্তে সবুজে ঘেরা পাহাড়ে ঘুরে আসতেই পারেন৷ খোলা বাতাসে স্বস্তির নিশ্বাস নিতে হলে বেরিয়ে পড়তে পারেন শালতোড়ার বিহারীনাথ মন্দিরের উদ্দেশে৷ বাজি ধরে বলা যায়, আপনার মন ভাল হয়ে যাবেই৷

[পর্যটক ফেরাতে ‘কমলালেবুর স্বর্গে’ হোম-স্টে উৎসব]

ছাতনার শুশুনিয়া পাহাড়ের কাছে সবুজে ঘেরা বিহারীনাথ মন্দির৷ একটি টিলার উপর অবস্থিত এই বিহারীনাথ মন্দির৷ যাকে ঢেলে সাজানোর কাজ চালাচ্ছেন পঞ্চায়েত, জেলা প্রশাসন, ব্লক প্রশাসনিক আধিকারিকরা৷ ব্ল্যাক স্টোন বা কালো পাথরে তৈরি বিহারীনাথের মূর্তি৷ পর্যটক টানতে একটি কৃত্রিম ঝিলও তৈরি করা হয়েছে মন্দিরটির পাশে৷ যদিও এখনও সেই ঝিলে বোট নামেনি৷ তবে মানুষের মনোরঞ্জনের জন্য বোটিংয়ের ব্যবস্থার চিন্তাভাবনাও চলছে৷ প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে পর্যটকদের জন্য৷

Advertisement

Biharinath_temple

Advertisement

[হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যালের প্রচারে জোর]

এবার জেনে নিন বিহারীনাথ গেলে কোথায় থাকবেন৷ আপাতত থাকার জন্য পঞ্চায়েত সমিতির একটি ঘর রয়েছে মন্দিরের কাছে৷ তবে টিলার আশেপাশে থাকার জন্য আরও কয়েকটি ঘরের ব্যবস্থা করা হয়েছে৷ স্বল্প মূল্যেই মিলবে ঘর৷ পুরুলিয়ার রঘুনাথপুর থেকে বিহারীনাথ মন্দিরে যেতে পারবেন৷ এছাড়া ছাতনা থেকে বাসে করেও বিহারীনাথ যাওয়া যায়৷ যদি ট্রেনে যেতে চান, তাহলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রাগামী ট্রেনে চেপে পড়ুন৷ পৌঁছে যাবেন ছাতনায়৷ সেখান থেকে বাসে বিহারীনাথ৷ বছরের শুরুতে দু’টো দিন নিরালায় কাটিয়ে আসার আদর্শ স্থান বিহারীনাথ৷ প্রকৃতির স্নেহ চুম্বনে স্নাত হতে এ রাজ্যের বুকেই সবুজের ডালি সাজিয়ে আপনার অপেক্ষায় বিহারীনাথ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ