Advertisement
Advertisement
Airtel

দেশের ইন্টারনেট পরিষেবায় ‘বিপ্লব’! এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া এলন মাস্কের স্টারলিঙ্কের

ভারতী এয়ারটেলের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

Airtel signs deal with Elon Musk's SpaceX to bring Starlink internet to India
Published by: Biswadip Dey
  • Posted:March 11, 2025 6:41 pm
  • Updated:March 11, 2025 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতের ইন্টারনেট পরিষেবায় ‘বিপ্লব’ আসতে চলেছে। স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা এদেশে দেওয়ার জন্য ইতিমধ্যেই স্পেসএক্স-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতী এয়ারটেল। চুক্তি হয়েছে দুই সংস্থার। যদিও কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া এখন বাকি।

এয়ারটেলের তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার স্পেসএক্স ও এয়ারটেল একযোগে কাজ করবে। সম্ভবত এয়ারটেলই স্টারলিঙ্কের যন্ত্রপাতি বিক্রি করবে। এবং স্টারলিঙ্কের পরিষেবাও তারাই এদেশে বিক্রি করবে। সংস্থার তরফে জানানো হয়েছে। দুই সংস্থা মিলে গ্রামীণ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেবে। আগামিদিনে এয়ারটেল ও স্পেসএক্স জানিয়ে দেবে কীভাবে এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করবে স্টারলিঙ্ক এবং কীভাবে এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করবে স্পেসএক্স।

Advertisement

ভারতীয় এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল এবিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ”স্পেসএক্সের সঙ্গে জোট বেঁধে ভারতে এয়ারটেলের গ্রাহকদের স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া এক গুরুত্বপূর্ণ মাইলফলক। নেক্সট জেনারেশন স্যাটেলাইট সংযোগ দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রসঙ্গত, ২০২২ সালে মাস্কের সংস্থা ভারতে ইন্টারনেট পরিষেবা শুরুর তোড়জোড় শুরু করে। পরবর্তীতে কেন্দ্রের তরফে একটি বয়ানে বলা হয়, এখনও পর্যন্ত স্টারলিঙ্ক ভারতে পরিষেবা দেওয়ার লাইসেন্স পায়নি। এর মধ্যে ডিসেম্বরের মধ্যে ২ লক্ষ ডিভাইস ইনস্টল করে ফেলাই লক্ষ্য ছিল স্টারলিঙ্কের। অবশেষে মিলতে চলেছে সুখবর।

কীভাবে কাজ করে স্টারলিঙ্ক? লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয় এলন মাস্কের স্টারলিঙ্ক। এক্ষেত্রে টাওয়ারের কোনও বিষয় থাকে না। যার ফলে দুর্গম পাহাড়ি এলাকাতেও নেটওয়ার্কের কোনও সমস্যা হয় না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement