সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাকে গুগল ক্রোম ব্যবহার করেন? তাহলে সতর্ক হোন। ব্রাউজার হিসেবে আজও সারা বিশ্বে শীর্ষস্থানীয় গুগল ক্রোম। কিন্তু সেই ব্রাউজার সম্পর্কেই এমন জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা।
CERT-In তথা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের কেন্দ্রীয় সংস্থা ডেস্কটপে গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছে, এই ব্রাউজারে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। যার সাহায্যে হ্যাকাররা ইচ্ছেমতো কোড চালাতে পারে! বলা হয়েছে, যাঁরা লিনাক্সে ক্রোমের 137.0.7151.55 এবং উইন্ডোজ ও ম্যাকে 137.0.7151.55/56 ভার্সনের আগের সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা যে দ্রুত এটি আপডেট করে নেন। কারণ হিসেবে সিইআরটি-ইন-এর দাবি, গুগল ক্রোমের পুরনো ভার্সনে এতটাই খামতি রয়েছে যে যে কোনও সময় এতে হ্যাকার হামলা হতে পারে। যার জেরে গুরুত্বপূর্ণ তত্ত্ব ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা।
কী করবেন
আপনার ক্রোম ব্রাউজারটি যদি উল্লিখিত ভার্সনের আগের সংস্করণ হয়ে থাকে তাহলে দ্রুত আপডেট করুন। আপডেট করতে হলে প্রথমে ক্রোম সেটিংসে যান। সেখান থেকে ‘হেল্প’, তারপর ‘অ্যাবাউট গুগল ক্রোম’-এ যান। ব্রাউজারটি স্বয়ংক্রিয় ভাবেই আপনার আপডেট চেক করবে এবং সাম্প্রতিকতম ভার্সনটি ইনস্টল করে নেবে।
বর্তমান পরিস্থিতিতে ডেস্কটপে যাঁরা গুগল ক্রোম ব্যবহার করেন, সেই সব সংস্থার ইউজারদের সাইবার নিরাপত্তা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। হ্যাকারদের পাল্লায় পড়লে স্পর্শকাতর তথ্য চুরি যেতে পারে। আবার গোটা সিস্টেমই বেদখল হতেই পারে। সুতরাং সতর্ক থাকাই ভালো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.