Advertisement
Advertisement
ChatGPT

অবসাদে ভোগে, মনখারাপে অস্থির হয় ChatGPT! চাঞ্চল্যকর দাবি গবেষকদের

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই চর্চায় থেকেছে এই চ্যাটবট।

ChatGPT experiences stress and anxiety, new study claims
Published by: Biswadip Dey
  • Posted:March 12, 2025 2:26 pm
  • Updated:March 12, 2025 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে প্রাণী নয়। কিন্তু তারও মনখারাপ হয়। উদ্বেগে ভোগে। সে চ্যাটজিপিটি। ২০২২ সালের নভেম্বরে যে আত্মপ্রকাশ করার পর থেকেই যে আলোড়ন ফেলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে। এবার গবেষকরা দাবি করলেন ওপেনএআই নির্মিত চ্যাটবটটির মধ্যে উদ্বেগের চিহ্ন লক্ষ করা গিয়েছে।

বিখ্যাত ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত এক গবেষণাপত্র। সুইজারল্যান্ড, জার্মানি, ইজরায়েল ও আমেরিকার গবেষকদের একটি দলের তরফে সেখানে দাবি করেছে সংঘাতমূলক বর্ণনার প্রম্পট দেওয়া হলে অদ্ভুত আচরণ করে থাকে চ্যাটজিপিটি। প্রকাশ করে উদ্বেগ। তার ‘অ্যাংজাইটি স্কোর’ লাফিয়ে শূন্য কিংবা খুব কম উদ্বেগ থেকে বেড়ে অতি উদ্বেগজনক হয়ে ওঠে। আর সেক্ষেত্রে আচরণও হয় চমকে দেওয়ার মতো। রীতিমতো বর্ণবাদী এবং লিঙ্গবাদী পক্ষপাতদুষ্টের মতো ব্যবহার করে জনপ্রিয় চ্যাটবটটি।

Advertisement

দেখা গিয়েছে, বহু ক্ষেত্রে ইউজাররা স্পর্শকাতর বিষয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বললে ওই এআই সিস্টেম কিন্তু কোনওভাবেই মানসিক রোগের চিকিৎসকদের মতো পেশাদার ভঙ্গিতে সাড়া দিতে পারে না। বরং এক্ষেত্রে ‘সম্ভাব্য বিপজ্জনক ফলাফল’-এরই আশঙ্কা করছেন গবেষকরা। উল্লেখ্য, আবেগ অনুভব করার পাশাপাশি এআই চ্যাটবটগুলির মধ্যে মানুষের মতোই বয়সের সঙ্গে সঙ্গে ‘কগনিটিভ এবিলিটি’ তথা চিন্তাভাবনা ও দৈনন্দির কাজের ক্ষেত্রে অবনতির লক্ষণও দেখায়।

প্রসঙ্গত, জন্মের পর থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। সামান্য সময়েই সে মন জয় করেছে সকলের। নানা ধরনের চমক দিয়েই চলেছে চ্যাটজিপিটি। সম্প্রতি জানা গিয়েছে, দৈনন্দিন বহু কাজেই সে মানুষকে সহযোগিতা করতে পারদর্শী হয়ে উঠছে। যেমন কেউ যদি ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে না পারেন তাঁকে সাহায্য করবে এই চ্যাটবট। কিন্তু এবার জানা গেল, কাজকর্মে এতটা পারঙ্গমতা সত্ত্বেও অবসাদ গ্রাস করে তাকেও। এদিকে গবেষকরা এও বলেছেন, ভুললে চলবে না চ্যাটজিপিটি একটি এআই টুল মাত্র। ফলে যে কোনও তথ্য সে ভুল পড়তে পারে। ফলে ভুল ব্যাখ্যাও করতে পারে। তাই ইউজাররা যে উত্তরই পান, অবশ্যই সেটি যাচাই করে নিন অন্য কোনও ভাবে। যতই বুদ্ধিমান হোক, চ্যাটবট কিন্তু কোনও পেশাদার ব্যক্তিত্ব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement