Advertisement
Advertisement

Breaking News

Chithi. me

ট্রেন্ডে গা ভাসিয়ে ফেসবুকে ‘চিঠি’ লেনদেনে মেতেছেন? অ্যাপে লুকিয়ে ভয়ংকর বিপদ!

সাবধান হোন আপনিও!

Chithi. me: Here is how this app may access you personal information
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 26, 2024 7:02 pm
  • Updated:November 26, 2024 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিঠি ডট মি। গত কয়েকদিন ধরেই চর্চায় এই অ্যাপ। কারণ, নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার এই অস্ত্র সকলেরই বেশ পছন্দ হয়েছে। ফলত, বার্তা আদানপ্রদান চালাচ্ছেন কমবেশি সকলেই। কিন্তু জানেন কি এই অ্যাপেই লুকিয়ে ভয়ংকর বিপদ? ফাঁস হতে পারে আপনার যাবতীয় গোপন তথ্য! এমনকী আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে!

জানা গিয়েছে, এই অ্যাপটি তৈরি বাংলাদেশে। ঢাকা থেকে এর যাবতীয় পরিচালনা করা হয়। অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যেই লেখা, গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে। সেখানে একথাও বলা রয়েছে যে, প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে। এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথাও বলা হয়নি। শর্তের মধ্যে স্পষ্টতই বলা রয়েছে, তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয়। জানিয়ে দেওয়া হচ্ছে, এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, মোবাইলের ইউনিক আইডি-সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্য়াপ। ফলত ব্য়বহারকারীর তথ্য অন্যের হাতে যেতে পারে যে কোনও মুহূর্তে।

Advertisement

এখানেই শেষ নয়, এই অ্যাপটির অফিশিয়াল মেল আইডি [email protected]। কোনও স্থায়ী সংস্থার নিজেদের ডোমেন মেল আইডি থাকে। কিন্তু এটি জি-মেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত। যে কেউ যে কোনও জায়গায় বসে এধরনের আইডি খুলতে পারেন। এধরনের মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলেও মাথা খুঁজে বের করা বেশ কঠিন। তাই স্রোতে গা ভাসিয়ে চিঠি লেনদেনে মেতে ওঠার আগে সতর্ক হোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement