Advertisement
Advertisement
Diwali 2024

আলোর উৎসবে ‘লাড্ডু’ উপহার গুগল পে’র, এই কাজটি করলেই পাবেন ক্যাশব্যাক!

কতদিন পর্যন্ত চলবে এই অফার? জেনে নিন খুঁটিনাটি।

Diwali 2024: Google pay users can win cashback in this diwali
Published by: Subhankar Patra
  • Posted:November 2, 2024 5:58 pm
  • Updated:November 2, 2024 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ইউজারদের সুখবর দিল গুগল পে। আলোর উৎসবে গ্রাহকদের জন্য ‘লাড্ডু’ নিয়ে হাজির জনপ্রিয় এই ইউপিআই অ্যাপ। কী এই ‘লাড্ডুস’? এটি তাদের একটি প্রতিযোগিতা। অক্টোবরের ২৯ তারিখ শুরু হওয়া এই অফারে ১০০১ টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারেন ব্যবহারকারীরা। তার জন্য ৭ নভেম্বরের মধ্যে গ্রাহকদের ছয়টি ‘লাড্ডুস’ কার্ড সংগ্রহ করতে হবে।

এই কার্ডটি জিততে ঠিক কী কী শর্তপূরণ করতে হবে গ্রাহকদের?  চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

১. একবারের পেমেন্টে স্ক্যান করে কমপক্ষে ১০০ টাকার লেনদেন করতে হবে।
২. ন্যূনতম ১০০ টাকার মোবাইল রিচার্জ বা কোনও বিল পেমেন্ট করতে হবে।
৩. কমপক্ষে ২০০ টাকা মূল্যের একটি গিফ্ট কার্ড কিনতে হবে।
৪. ইউপিআই ব্যবহার করে ক্রেডিট কার্ড বিল মেটাতে হবে।

এই শর্তগুলোর পাশাপাশি আরও বেশি লেনদেন করলে ‘লাড্ডু’ জেতার সম্ভাবনাও বাড়বে। এক একটি শর্তপূরণের পর গ্রাহকরা একটি করে কার্ড পাবেন। ছয়টি কার্ড সংগ্রহ করার পর ‘লাড্ডুস’ অফারটি নিতে পারবেন ব্যবহারকারীরা।

কার্ডগুলো পাওয়ার পর গুগল পে অ্যাপটি খুলে পুরস্কারের সেকশন থেকে ‘লাড্ডুস’ অপশনে যেতে হবে। তার পর ‘ক্লেম ফাইনাল রিওয়ার্ড’ অপশনটিতে ক্লিক করলেই ৫১ টাকা থেকে ১০০১ টাকা জিততে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement