Advertisement
Advertisement

Breaking News

বিশ্বজুড়ে ব্যাহত ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা, চরম ভোগান্তি গ্রাহকদের

ব্যবহাকারীদের আশ্বস্ত করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

 Facebook, Instagram suffer major global outage
Published by: Tanujit Das
  • Posted:March 14, 2019 9:47 am
  • Updated:March 14, 2019 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিগত কারণে বুধবার রাত থেকেই বিশ্বজুড়ে ডাউন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম৷ Down Detector অনুযায়ী, ভারতীয় সময় বুধবার রাত ৯টা ৩০ মিনিট থেকে ডাউন হয়ে যায় ফেসবুক। এবং এর কিছুক্ষণ পরেই একই ভাবে বন্ধ হয়ে যায় ইনস্টাগ্রাম৷ ফলে চরম ভোগান্তির মুখে পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারীরা৷ টুইটারে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান নেটিজেনরা৷

[দেশে প্রথমবার PUBG টুর্নামেন্ট, মোটা অঙ্কের পুরস্কার অর্থ পেল জয়ী দল ]

Advertisement

জানা গিয়েছে, এই সমস্যার কারণে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে ঢুকতে পারছিলেন না৷ পাসওয়ার্ড দিয় লগইন তো করা যাচ্ছিলই না, পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলেও তা হচ্ছিল না৷ কোনও পোস্ট বা ছবি বা অন্য কিছু শেয়ার করতে সমস্যা হচ্ছিল৷ এমনকী মেসেজ করতেও পারছিলেন না ফেসবুক ব্যবহারকারীরা। রাত ১১টা ২০ মিনিট নাগাদ টুইটারে সমস্যার কথা ঘোষণা করে ফেসবুক কর্তৃপক্ষ৷ তাঁরা আশ্বাস দেন, শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তাঁরা৷ টুইট করে সমস্যার কথা স্বীকার করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও৷ ডাউন ডিটেকটর অনুযায়ী, ভারত ছাড়াও এশিয়া ও আমেরিকা, ব্রিটেন এবং উত্তর ইউরোপের অনেক দেশেই এই সমস্যা দেখা গিয়েছে। প্রভাব পড়েছে আফ্রিকার কয়েকটি দেশেও।

Advertisement

[WWW-এর ৩০ বছর পূর্তি, নতুন রূপে সাজল গুগল ডুডল]

জানা গিয়েছে, অনেকে ক্ষেত্রে মোবাইলে ফেসবুক কাজ করলেও কম্পিউটারে তা কাজ করছিল না৷ অনেক ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেন, বোধহয় তাঁদের প্রোফাইলটি হ্যাক হয়ে গিয়েছে৷ কিন্তু ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার পর কিছুটা হলেও স্বস্তি মেলে তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ