Advertisement
Advertisement

Breaking News

Sundar Pichai

১২ হাজার ছাঁটাইয়ের মাঝেও কোটি কোটি টাকার প্যাকেজ পিচাইয়ের! ক্ষুব্ধ গুগলের কর্মীরা

২০২২ সালে অ্যালফাবেটের অন্য এক্সিকিউটিভের থেকে অনেকটাই বেশি অর্থ সংস্থার তরফে পেয়েছেন পিচাই।

Google CEO Sundar Pichai was paid $226 million salary in 2022 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 22, 2023 1:45 pm
  • Updated:April 22, 2023 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খরচ কমানোর জন্য একলপ্তে বিপুল কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল গুগল। কিন্তু তখনও সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকার প্যাকেজ পেয়েছেন সিইও সুন্দর পিচাই। যে তথ্য সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরিহারারা।

মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে স্টক অ্যাওয়ার্ড-সহ মোট ২১৮ মিলিয়ান ডলারের প্যাকেজ পেয়েছেন সুন্দর পিচাই। ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৭৮৮ কোটি ৫০ হাজার টাকা। অথচ তার আগের বছরই পিচাই (Sundar Pichai) গ্রহণ করেছিলেন ৬.৩ মিলিয়ন ডলার। স্টক অ্যাওয়ার্ডের কারণেই গত বছর এত বেশি অর্থ পেয়েছেন গুগল সিইও। তবে গত তিন বছরে তাঁর বেতন অপরিবর্তিতই রয়েছে। গত তিন বছর ধরে তাঁর বেতন ২ মিলিয়ন ডলার।

Advertisement

[আরও পড়ুন: সোনিয়ার আত্মীয়র জমিও হাতিয়েছিলেন আতিক, গ্যাংস্টারকে ‘শহিদ’ তকমা আল কায়দার]

২০২২ সালে অ্যালফাবেটের অন্যান্য এক্সিকিউটিভের থেকে অনেকটাই বেশি অর্থ সংস্থার তরফে পেয়েছেন পিচাই। গুগলের (Google) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিংবা চিফ বিজনেস অফিসার যেখানে ৩৭ মিলিয়ান ডলার পেয়েছেন, সেখানে পিচাইয়ের অ্যাকাউন্টে ঢুকেছে কয়েক গুণ বেশি অর্থ। আর এ নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, যেখানে গত বছর গুগলের ১২ হাজার কর্মী চাকরি হারিয়েছেন, সেখানে কীভাবে পিচাই এত অর্থ গ্রহণ করলেন!

Advertisement

হাজারো সমালোচনা এবং মন্দার বাজারের কথা মাথায় রেখে ২০২৩ সালে অ্যাপেল সিইও টিম কুকও নিজের বেতন কাটছাঁট করেছেন। কিন্তু তার মধ্যেই কোটি কোটি টাকার প্যাকেজ পেয়েছেন পিচাই। অথচ এই পিচাই গণছাঁটাইয়ের পর কর্মীদের উদ্দেশে আবেগঘন পোস্ট করেছিলেন। এমনকী ক্ষমাও চেয়েছিলেন। সেসব এখন প্রাক্তন কর্মীদের কাছে কুমীরের অশ্রু বলেই মনে হচ্ছে।

[আরও পড়ুন: ‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল, এবার তুলকালাম থাইল্যান্ডে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ