Advertisement
Advertisement

এবার মোবাইলেই তুলে ফেলুন নক্ষত্রদের ঝকঝকে ছবি

রইল খুব সহজ কিছু টিপস৷

How to take good photos of Stars?
Published by: Tanujit Das
  • Posted:October 8, 2018 8:38 pm
  • Updated:October 9, 2018 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি তুলতে ভালবাসলেই তো হয়না, ভাল ছবির সঠিক অ্যাঙ্গেল ও ফোকাসটাও জানা প্রয়োজন৷ সুকৌশলে একটা সাধারণ ছবিও অসাধারণ করে তোলার ক্ষমতা রাখেন একজন ভাল ফটোগ্রাফার৷ ছবি প্রেমিকদের কেউ ভালবাসেন প্রকৃতির ছবি তুলতে, তো কেউ ভালবাসেন মানুষের ছবি তুলতে৷ অনেকের মধ্যেই আকাশে নক্ষত্রদের ছবি তোলার ইচ্ছা থাকে৷ বিশেষ করে রাতের আকাশে তারা বা নক্ষত্রদের ছবি তুলতে চান অনেকেই৷ পরিষ্কার, মেঘমুক্ত রাতের আকাশ তাঁদের কাছে স্বর্গ পাওয়ার সমান৷ তবে জানেন কি, রাতের অন্ধকারে তারাদের ছবি তোলা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়৷ এজন্য জানা প্রয়োজন সঠিক কৌশল৷ ফলে ডিএসএলআর না থাকলেও মোবাইলের মাধ্যমেই উঠতে পারে রাতের আকাশে তারাদের ঝকঝকে ছবি৷ কেমন ভাবে জানেন?

[পাঁচ রাজ্যের নির্বাচনে বিদ্বেষমূলক প্রচার রুখতে উদ্যোগী ফেসবুক]

Advertisement

প্রথমত, অবশ্যই মোবাইলকে স্থির ভাবে বসানো প্রয়োজন৷ যার জন্য দরকার একটি ট্রাইপডের৷ ছবি তোলার সময় কোনও রকমের নড়াচড়া হলে ছবি কেঁপে যেতে পারে৷ হাতে রাখলে যার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ দ্বিতীয়ত, বাড়ির বারান্দা বা ছাদ নয়৷ এমন একটা স্থানে থেকে আকাশে তারাদের ছবি তুলতে যেতে হবে, যার চারপাশটা ঘন অন্ধকারে ঢাকা এবং যেখান থেকে আকাশটাও স্পষ্ট দেখা যায়৷ তৃতীয়ত, এরপর অ্যানড্রয়েড বা আইফোনে Camera FV-5, Candy Camera এবং ProCamera-র মতো ফটোগ্রাফি অ্যাপ ডাউনলোড করতে হবে৷ চতুর্থত, এবার অ্যাপটি খুলে তার ম্যানুয়্যাল ফোকাস অপশন চালু করতে হবে৷ শার্টার স্পিড যতটা সম্ভব বাড়াতে হবে এবং আইএসও লেভেলকে ৪০০ থেকে ৮০০ নিয়ে যেতে হবে৷ এরপর, তারাদের দিকে ফোকাস করে ছবিটি তুলুন৷

Advertisement

[এবার পুজোয় আকর্ষণীয় অফার, এক টাকাতেই কিনে ফেলুন স্মার্টফোন]

বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে বিশাল কিছু আশা করা উচিত নয়৷ অর্থাৎ কেউ যদি মোবাইল দিয়ে ছবি তুলে ভাবেন, ডিএসএলআর-এর মতো ঝকঝকে ছবি আসবে তবে তাঁরা মূর্খের সংঘে বাস করছেন৷ কিন্তু সেই ছবি অনায়াসে সোশ্যাল মিডিয়ায় বাহবা কুঁড়িয়ে নিতে পারেন বলে চ্যালেঞ্জ করছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ