Advertisement
Advertisement
Whatsapp

খবর এখন হাতের মুঠোয়! ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল

'রিয়েল টাইম রিয়েল নিউজ' পেতে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল।

Now Sangbad Pratidin Digital on Whatsapp
Published by: Kishore Ghosh
  • Posted:November 25, 2024 8:21 pm
  • Updated:November 25, 2024 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিবিশ্বে এক মুহূর্তও পিছিয়ে থাকা চলে না। পিছিয়ে নেই সংবাদ প্রতিদিন ডিজিটালও। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এবার হাজির সংবাদ প্রতিদিন। যাকে বলে খবর একেবারে হাতের মুঠোয়। সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত সমস্ত খবর এবার সংস্থার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখতে পাবেন অ্যাপ ব্যবহারকারীরা। কীভাবে ফলো করবেন সংবাদ প্রতিদিন ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল?

প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন খুলতে হবে। এবারে চলে যাবেন ‘আপডেট’ নামের নতুন ট্যাবে। সেখানে খেয়াল করুন ‘স্ট্যাটাস’ এবং ‘চ্যানেলস’ নামে দুটি আলাদা ট্যাব রয়েছে। ‘চ্যানেলস’-এর পাশে থাকা ‘প্লাস’ আইকনটি ক্লিক করতে হবে। ‘ফাইন্ড চ্যানেল’ অপশনটিতে গিয়ে লিখুন ‘Sangbad Pratidin’। পাশের ‘প্লাস’ আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে ফলো করুন। অথবা চ্যানেলের ভিতরে প্রবেশ করে ‘Follow’ বোতামটি ক্লিক করুন। চ্যানেলের নোটিফিকেশন চালু রাখার জন্য ‘বেল’ অথবা ‘নোটিফিকেশন’ আইকনে ক্লিক করতে হবে আপনাকে।

Advertisement

মুড়ি-মুড়কি একদর এই যুগে ঠিকঠাক খবর পাওয়া সহজ কাজ নয়। আপনাকে সেই কাজে সাহায্য করবে সংবাদ প্রতিদিন ডিজিটাল। রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে লাইফস্টাইল, দেশ-বিদেশের সব খবর (রিয়েল টাইম রিয়েল নিউজ) পেয়ে যাবেন এক ক্লিকে। এইসঙ্গে ফিচার, অফবিটের মতো ভিন্ন স্বাদের খবরও রয়েছে আমাদের ঝুলিতে। অতএব, দেরি না করে আজ থেকেই ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ঝকঝকে হোয়াটসঅ্যাপ চ্যানেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement