Advertisement
Advertisement

Breaking News

ফেসবুক

ভাইরাল ছবি-ভিডিও আদৌ সত্যি? যাচাইয়ে একাধিক পদক্ষেপ ফেসবুকের

ভুয়ো খবর রুখতেই পদক্ষেপ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের৷

To identify potentially false content FB have built a machine-learning model
Published by: Sayani Sen
  • Posted:May 24, 2019 9:30 pm
  • Updated:May 24, 2019 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন ওয়াই দিনভর মশগুল সোশ্যাল মিডিয়ায়৷ কোথায় যাচ্ছে, কী করছে প্রতি মুহূর্তের আপডেট ভার্চুয়াল বন্ধুবান্ধবদের সঙ্গে ভাগ করে নিচ্ছে সব সময়৷ মাধ্যম একটাই ফেসবুক৷ কখনও ছবি তো ভিডিও পোস্ট করছেন তাঁরা৷ পোস্ট করা যেকোনও ছবি-ভিডিও কতটা লাইক কিংবা শেয়ার হল, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেও ছাড়েন না নেটিজেনরা৷ ভাইরাল হয়ে যাওয়া পোস্ট নিয়ে শোরগোল কম হয় না৷ কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, তার তুল্যমূল্য বিচার না করলে তো চলবে না৷ তাই ফেসবুক ছবি-ভিডিওর সত্যতা খতিয়ে দেখতে আরও নানারকম ব্যবস্থা অবলম্বন করছেন৷

[ আরও পড়ুন: ভোটের মরশুমে ভুয়ো অ্যাকাউন্টের রমরমা রুখে চ্যাম্পিয়ন ফেসবুক]

বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া কোনও নতুন ঘটনা নয়৷ তা নিয়ে অশান্তি ঘটনা আগেও ঘটেছে৷ ছবি কিংবা ভিডিওর সত্যতা যাচাই করে তবেই সেগুলি শেয়ার করতে আরজি জানানো হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের৷ তবে সব কিছুরই ব্যতিক্রম রয়েছে৷ অনেকেই কোনওকিছু যাচাই না করেই দেদার শেয়ার করে যান ছবি, ভিডিও৷ যা থেকে যেকোনও মুহূর্তে বড়সড় অশান্তি দানা বাঁধতেই পারে৷ এই সমস্যা মেটাতে ময়দানে নামল ফেসবুক৷ মেশিন-লার্নিং মডেলের মাধ্যমেই ফেসবুক সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে৷ টাইমলাইনে ঘুরতে থাকা ছবি এবং ভিডিও ‘ফার্স্ট চেকার’-এর কাছে পাঠানো হয়৷ কে ছবি পোস্ট করেছেন, ছবিটি আদৌ সত্য নাকি পুরোটাই ভুয়ো এসব একাধিক মাপকাঠির নিরিখে তথ্য খতিয়ে দেখা হয়৷ প্রাথমিক পর্যায়ে একটি ছবি-ভিডিওর সত্যতা যাচাই হয় এভাবেই৷ তবেই তা টাইমলাইনে ঘুরপাক পেতে পারে৷ ঠিক এভাবেই তিনবার তিনটি পদ্ধতির মাধ্যমে ছবি-ভিডিও যাচাই করা হয়৷ রীতিমতো ফেসবুক কর্তৃপক্ষ একটি ছবি বা ভিডিও সত্যতা যাচাই করতে গবেষণা করে৷

Advertisement

FACEBOOK

Advertisement

[ আরও পড়ুন: ভারত-পাক সম্পর্কে ফাটল রুখতে বিশেষ উদ্যোগ ফেসবুকের]

ইন্টারনেটের দৌলতে ফেসবুকে ছবি-ভিডিও ভাইরাল হয় এক নিমেষেই৷ দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে৷ ওই ছবি-ভিডিও নিয়েই চলে আলোচনা-সমালোচনা৷ সেই সমস্যা দূর করতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে মার্ক জুকারবার্গ এন্ড কোং৷ তবে এখানেই শেষ নয়৷ প্রয়োজনে আরও গুরুত্বপূর্ণ পদ্ধতি অবলম্বনের ভাবনাচিন্তাও রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ