Advertisement
Advertisement
WhatsApp

ক্রমেই জনপ্রিয় হচ্ছে মেটা এআই, এবার আরও চমক দিতে চলেছে WhatsApp

ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে মেটা।

WhatsApp users will soon be able to chat with Meta AI using voice
Published by: Biswadip Dey
  • Posted:August 6, 2024 9:20 pm
  • Updated:August 6, 2024 9:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। জানেন কি এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা।

বর্তমান সময়ে আট থেকে আশি কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপে (WhatsApp) সড়গড়। দিনভর মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে। সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার। সম্প্রতি যেমন এআই চ্যাটবট ফিচার এনেছে সংস্থা। কিন্তু এবার সেই অভিজ্ঞতায় বড় বদল আসতে চলেছে। এবার এআইয়ের সঙ্গে ভয়েস চ্যাটও করতে পারবেন ইউজাররা। এটা নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা। এর আগে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অন্যান্য চ্যাটবটের ক্ষেত্রে এটি চালু হলেও হোয়াটসঅ্যাপে তা লভ্য ছিল না। ওয়েবিটাইনফোর সূত্রের দাবি, অস্বস্তি হলে ইউজাররা অনায়াসে সেই মোড থেকে বেরিয়ে আসতে পারবেন। চ্যাট ছেড়ে আসতে পারবেন কিংবা টেক্সট মোডে কথা বলতে পারবেন।

Advertisement

[আরও পড়ুন: সেনাশাসন নয়, ‘দেশ গড়তে’ ইউনুসকেই চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা]

এদিকে জানা গিয়েছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তাঁরা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে। কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাঁদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: চৈনিক চালেই হাসিনার পতন, বাংলাদেশে ‘অভ্যুত্থানে’র নেপথ্যে ISI!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ