Advertisement
Advertisement
আইস ক্যাফে

আইস ক্যাফেতে সময় কাটাতে চান? ঘুরে আসুন ভারতের এই জায়গায়

কোথায় আছে সেই ক্যাফে?

Tourists delight, India gets its first ice café in Ladakh
Published by: Bishakha Pal
  • Posted:June 6, 2019 5:02 pm
  • Updated:June 6, 2019 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে কে না চায়? সেখানে থাকবে না কোনও তৃতীয় ব্যক্তির অযাচিত উপস্থিতি। একমাত্র দু’জনে মিলে, একসঙ্গে, ঘনিষ্ঠ হয়ে বরফের দেশে কফির কাপে চুমুক। এমন স্বপ্ন বোধহয় সকলেই দেখেন। আর তা যদি আইস ক্যাফেতে হয়, তাহলে তো পোয়াবারো। অনেকে বলতেই পারেন ভারতে বসে আইস ক্যাফের স্বপ্ন দেখা তো দিবা স্বপ্নেরই শামিল। কিন্তু জানেন কি ভারতেই এবার খুলেছে আইস ক্যাফে?

তবে এর জন্য আপনাকে যেতে হবে লাদাখ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার কিলোমিটার উপরে তৈরি হয়েছে ভারতের প্রথম আইস ক্যাফে। এখন এটি জনসাধারণের জন্যও খুলে দেওয়া হয়েছে। এই ক্যাফেতে যেমন ট্র্যাডিশনাল ন্যুডলস পাওয়া যায়, তেমনই পাওয়া যায় বিদেশি কফিও। মানে এখানে সাধারণ কফি থেকে আইরিশ ক্যাপুচিনো, সবই মিলবে। ক্যাফেটি পুরোটাই বরফ দিয়ে তৈরি। এমন বরফে মোড়া ক্যাফেটেরিয়ায় বসে ঠোঁটে কফি ছোঁয়ানোর অভিজ্ঞতা আপনার আগে হয়েছে কিনা সন্দেহ।

Advertisement

[ আরও পড়ুন: হাতে অল্প কয়েকদিনের ছুটি, শহরের কাছের এই গ্রামই হোক আপনার গন্তব্য ]

Advertisement

এই জায়গাটি কিছুটা কৃত্রিম, কিছুটা প্রাকৃতিক। শীতকালে জল জমিয়ে রাখা হয়। সেখান থেকে যে বরফ হয়, তা দিয়েই তৈরি করে এই আইস ক্যাফে। এছাড়া পাইপে করে জল ছেটানো হয় ক্যাফের ভিতরে। ঠান্ডায় তা জমে বরফ হয়। ফলে ভিতরেও বরফ থাকে। এই ঘটনা সারাবছরই ঘটে। এমনভাবেই এই ক্যাফের পরিকল্পনা করা হয়েছে যে মে মাসের গরমেও যেন এর বরফ সম্পূর্ণ না গলে। সোনম ওয়াংচুকের (বিখ্যাত ইঞ্জিনিয়ার) ডিজাইন অনুসরণ করেই এই ক্যাফে তৈরি হয়েছে।

ক্যাফের এক কর্মী জানিয়েছেন, পর্যটকদের কাছে এরই মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই আইস ক্যাফে। লাদাখে যাঁরাই ঘুরতে আসছেন, একবার এই ক্যাফেতে আসতে চাইছেন। ব্যবসাও মন্দ হচ্ছে না। পর্যটকদের দৌলতে ভালই টাকা আসছে ক্যাফে মালিকের ঘরে।

[ আরও পড়ুন: রেলের বিশেষ প্যাকেজ, কম খরচেই ঘুরে আসুন নৈনিতাল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ