ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান? মাঝেমধ্যেই একথা শুনতে পান তো? এবার বলুন, হোয়াই নট? সারা সপ্তাহ অফিস কিংবা ব্যবসার ঝক্কি। মেরেকেটে একটা দিন হয়তো ছুটি। সেটাও যে কীভাবে কেটে যায় তার নেই ঠিক। তবে সেই ছুটির দিনেই যদি অফিস কিংবা কর্মক্ষেত্রের পুরুষ সহকর্মীরা মিলে চটপট একটি ট্রিপ প্ল্যান করে ফেলেন, মন্দ হয় কি? কিন্তু ভরা বর্ষায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আবার মনে করে কিছু জিনিস অবশ্যই সঙ্গে নেওয়া উচিত।
যদি ট্রেন বা বাসে যাওয়ার ঝক্কি এড়িয়ে যাত্রাপথে অ্যাডভেঞ্চারের সন্ধানে থাকেন, তাহলে বাইক হল বেস্ট অপশন। তবে হ্যাঁ, যেহেতু বর্ষাকাল তাই ছাতা এবং রেনকোট দুই-ই সঙ্গে রাখবেন। কারণ বাইকে ছাতা নিয়ে যাত্রা বেশ অসুবিধার। তাই সেইসময় বৃষ্টি থেকে বাঁচতে রেনকোট মাস্ট। অন্য সময়ে ছাতা ব্যবহার করতে পারেন।
একদিনের ট্রিপে রাত্রিবাসের ব্যাপার থাকলে সঙ্গে বাড়তি পোশাক নিতেই হবে। তাছাড়া সঙ্গে নিতে হবে বর্ষার জুতো। সঙ্গে রাখবেন রুমাল, টাওয়াল ইত্যাদি।
যাত্রাপথে টুকটাক খাওয়াদাওয়া করার জন্য শুকনো খাবার অবশ্যই সঙ্গে নেবেন। বিস্কুট, ড্রাই ফ্রুটস, হালকা স্ন্যাক্সজাতীয় খাবার সঙ্গে থাকলে নো টেনশন।
শহর থেকে একটু অফবিট জায়গায় গেলে অনেক সময়ই ইন্টারনেট পরিষেবা নিয়ে সমস্যা হতে পারে, তাই পছন্দের গান, রাস্তা চেনার সুবিধার্থে গুগল ম্যাপ সবকিছু ডাউনলোড করে নেবেন আগেভাগেই। সঙ্গে বর্ষাকালে বৈদ্যুতিক গোলযোগ এড়ানোর জন্য বেড়াতে গিয়ে যাতে ফোন চার্জ দিতে অসুবিধা না হয় তাই সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুলবেন না।
বর্ষায় ঠান্ডা লেগে জ্বর-সর্দির মতো সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই সঙ্গে কিছু ওষুধ রাখুন। বেড়াতে গিয়ে বর্ষায় জল থেকে অনেকরকমের সংক্রমণ হয়, তাই প্যাকেজড জল খাওয়ার চেষ্টাই করুন।
বৃষ্টিতে এটিএম মেশিন বিকল হয়ে যাওয়ার মতো বিষয় ঘটতেই পারে। আবার অনেকক্ষেত্রে অনলাইন পেমেন্টের সুযোগও থাকে না। তাই সঙ্গে অবশ্যই নগদ রাখুন।
রিসর্টের সুইমিং পুলে সময় কাটানোর প্ল্যান থাকলে সঙ্গে অবশ্যই সুইমওয়্যার রাখবেন। তবে চেষ্টা করবেন মদ্যপান করে পুলে না নামতে। এসব বিষয় মাথায় রাখলেই জমে যাবে পুং পার্টি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.