Advertisement
Advertisement
road trip

রোড ট্রিপে সঙ্গী পোষ্য? ব্যাগপ্যাকের সময় এই জিনিসগুলি সঙ্গে রাখতে ভুলবেন না

বাড়িতে পোষ্যকে রেখে বেড়াতে যেতে মন চায় না!

These rules should be followed for road trip with pets
Published by: Paramita Paul
  • Posted:May 23, 2025 4:38 pm
  • Updated:May 23, 2025 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে পোষ্যকে রেখে বেড়াতে যেতে মন চায় না! আবার তাকে সঙ্গে করে বেড়াতে নিয়ে যাওয়ার ঝক্কিও হাজার। যদিও বা হাজার নিয়ম মেনে ট্রেন বা বিমানে চারপেয়দের নিয়ে যাওয়ার অনুমতি আছে, বাসে বা শেয়ার গাড়িতে তো নৈব নৈব চ। তাই পোষ্যকে নিয়ে রোড ট্রিপে ভরসা নিজের চারচাকা। কিন্তু পোষ্যদের নিয়ে রোড ট্রিপে যেতে হলেও মানতে হবে হাজার নিয়ম।

Advertisement

 

 

গাড়িতে ওঠার আগের নিয়মকানুন: গাড়িতে ওঠার আগে ভারি খাবার খাওয়াবেন না। একটু হাঁটিয়ে তারপর গাড়িতে তুলবেন। সম্ভব হলে শৌচকর্ম সারিয়ে গাড়িতে তুলতে হবে।

গাড়ির পরিবেশ: পোষ্যরা এক জায়গায় বসে থাকতে পারে না। সময়-সময় তাদের চলাফেরা করার জায়গা দিতে হয়। পোষ্যকে দাঁড়ানো-বসার জন্য় পর্যাপ্ত জায়গা দিতে হবে। গাড়িতে এসি থাকলে ভালো হয়। সম্ভব হলে জানলা চাইল্ড লক করে রাখতে হবে। যাতে জানলা থেকে তারা বেরিয়ে না যায়। 

 

 

যাত্রাপথের খাবার: রাস্তায় পোষ্যদের ভারি খাবার খাওয়াবেন না। বিস্কুট বা প্রসেড ফুড দিতে পারেন। প্যাকেটজাত হোলসাম ফুডও খাওয়াতে পারেন। তবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জল খাওয়াতে ভুলবেন না। জল ও খাবার খাওয়ানোর পাত্র ভালো করে ধুয়ে গাড়িতেই রাখুন। তবে খেতে না চাইলে জোর করবেন না। গন্তব্য়ে পৌঁছে খাওয়ান।

মাঝেমধ্যেই গাড়ি থামাতে হবে: পোষ্যদের শৌচকর্মের জন্য গাড়ি থামান নির্দিষ্ট সময় অন্তর। সেই সময় তাদের গাড়ি থেকে নামিয়ে কিছুক্ষণ হাঁটিয়ে নিন।

 

 

গাড়িতে কী কী রাখবেন?

পোষ্যর খেলনা
তোয়ালে
প্রয়োজনীয় ওষুধ
জলের বোতল
শুকনো এবং ভিজে টিস্যু
কাগজ
পোষ্যর ভ্যাকসিনেশন সার্টিফিকেট
শুকনো খাবার

 

 

পোষ্যর মালিকদের জন্য নিয়ম

নিজেরা ঢিলেঢালা পোশাক পরুন। পোষ্যর লোম গায়ে লাগবেই, সেই অনুযায়ী পোশাকের রঙ বাছাই করুন।

খুব ভারি অলংকার পরবেন না। তাতে পোষ্যর আঘাত লাগতে পারে।  

গাড়িতে খুব জোরে গান চালাবেন না।

গাড়িতে মদ্যপান বা ধূমপান করবেন না।

বাইরের খাবার খাওয়াবেন না। 

পোষ্যদের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা রাখতে হবে। 

এই নিয়মগুলো মেনে চললেই পোষ্যদের নিয়ে রোড ট্রিপে কোনও সমস্যা হবে না। নিশ্চিন্তে বেরিয়ে আসুন তাদের নিয়ে। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement