Advertisement
Advertisement
Hair Cut Tips

পুজোয় নতুন হেয়ার কাটের প্ল্যান? সালোঁতে যাওয়ার আগে মাথায় রাখুন এসব

পুজোর সাজের কথা মাথায় আসলেই প্রথমেই যেটা মাথায় আসে, তা হল হেয়ার কাট।

try these Hair Cut tips for this Durga Puja
Published by: Akash Misra
  • Posted:September 5, 2024 5:15 pm
  • Updated:September 5, 2024 5:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই অল্প অল্প করে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আপনিও নিশ্চয়ই প্ল্যান করে ফেলেছেন এবারের পুজোয় কেমন সাজবেন? আর পুজোর সাজের কথা মাথায় আসলেই প্রথমেই যেটা মাথায় আসে, তা হল হেয়ার কাট। তবে দুম করে চুল কেটে ফেলবেন না। সালোঁতে যাওয়ার আগে অবশ্য়ই মাথায় রাখুন বেশ কিছু বিষয়।

মুখের গড়ন

Advertisement

কীভাবে চুল কাটাবেন, তা যতটা না আপনার চুলের রং, ধরন, ঘনত্ব—এগুলোর ওপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে আপনার মুখ ও মাথার গড়নের ওপর। তাই সেটাতেই বেশি গুরুত্ব দিন। তাই বলে আপনার চুলের ধরনকে উপেক্ষা করবেন না। সেটাও মাথায় রাখুন। নাহলে কিন্তু সাজগোজ একেবারে জলে চলে যাবে।

Advertisement

[আরও পড়ুন: এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী]

অন্ধ অনুকরণ নয়

তারকারা চুল কাটার ব্যাপারে বেশ যত্নশীল। সে জন্য তারা পেশাদার লোকজনের পরামর্শও নেন। কাজেই এ বাবদে তাঁদের অনুসরণ করাটা একদমই মন্দ নয়। তবে সেটা করতে হবে সচেতনভাবে। সে জন্য আপনার পছন্দের তারকার চেয়ে বেশি গুরুত্ব পাবে, কোন তারকার মুখের গড়ন, শারীরিক উচ্চতা, চুলের ধরন আপনার কাছাকাছি। সেটা মাথায় রেখেই চুল কাটবেন।

Haircut

সচেতন থাকুন

আপনি যেভাবে চুল কাটাতে চাইছেন, নিশ্চিত হয়ে নিন আপনার হেয়ার স্টাইলিস্ট সেভাবে চুল কাটাতে পারবে কি না। অথবা ধরনটা তার জন্য বেশি কঠিন হয়ে যাবে কি না। সুন্দর করতে গিয়ে আবার না কুৎসিতভাবে চুল কাটা হয়ে যায়। প্রয়োজনে হেয়ার স্পেশালিস্টের পারদর্শিতা অনুযায়ী চুলের কাট পছন্দ করুন।

আপনার সঙ্গে মানানসই কি না

আপনার বয়স, অবস্থান, পেশা ইত্যাদিও বিবেচনা করুন চুল কাটার ধরন পছন্দ করার সময়। একজন কিশোর বা তরুণ যেভাবে চুল কাটে, একজন বয়স্ক লোকের পক্ষে সেটা মানানসই না–ও হতে পারে। আপনি নিজেই হয়তো আগে যেভাবে চুল কাটতেন, এখন আর সেটা আপনার জন্য জুতসই হবে না। একই কথা প্রযোজ্য চল বা ট্রেন্ড অনুসরণের ক্ষেত্রেও। সেটা তখনই অনুসরণ করবেন, যখন তা আপনার সঙ্গে খাপ খাবে।

hair-cut

বিকল্প পরিকল্পনা

তবে আপনি যতই সাবধানী হয়ে চুলের কাট পছন্দ করুন না কেন, গণ্ডগোল হতেই পারে। হয়তো চুল বেশি ছেঁটে ফেলল। কিংবা কোনো জায়গায় কমবেশি হয়ে গেল। তাই চুল কাটতে গিয়ে সব সময় বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখবেন। নিজেও মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন।

[আরও পড়ুন: স্টুডিওপাড়ায় মিষ্টি বিতরণ, ‘কাউকে ব্যান করা যাবে না’, নির্দেশ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ