Advertisement
Advertisement

পুত্র সন্তান বাঁচাও! কেন বলছে এই ভাইরাল ভিডিও?

পুরো ভিডিও দেখে বলুন তো আপনার কী মত?

Watch why society must save boys
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2017 2:37 pm
  • Updated:April 18, 2017 2:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম-বেশি প্রায় প্রতিদিনই কিছু না কিছু খবর পাওয়া যায়৷ কোথাও কন্যা সন্তান হওয়ার কারণে মেরে ফেলা হয়েছে, কোথাও তো ভ্রুণ অবস্থাতেই শেষ করে দেওয়া হয়েছে ভবিষ্যতকে৷ যদিও কদাচ নারী হিসেবে বেড়ে উঠেছে তাও শিকার হতে হয় লিঙ্গ বৈষম্যের৷ অনেক সময় সম্পূর্ণতা পাওয়ার আগেই ধর্ষণের হাতে চোকাতে হয় নারী হওয়ার মূল্য৷ নারী বাঁচাও, কন্যা বাঁচাও, শিশুকন্যা বাঁচাও – এই স্লোগান শুনতেই অভ্যস্ত বেশিরভাগ ভারতবাসী৷ কিন্তু ইদানীং সোশ্যাল মিডিয়ার শোরগোল ফেলেছে নতুন একটি ভিডিও৷ যাতে দাবি করা হয়েছে, পুত্র সন্তান বাঁচাও৷ বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখুন৷

[‘মাতর’ নিয়ে মহিলাদের তো কোনও আপত্তি নেই! মন্তব্য রবীনার]

Advertisement

ভিডিওটি আপলোড করা হয়েছে কিগান পিন্টো নামের প্রোফাইল থেকে৷ যাতে সত্যিই পুত্র সন্তানকে বাঁচাতে বলা হয়েছে৷ আসলে ভিডিওতে বলা হয়েছে মানুষের চিন্তাধারা বদলাতে এবং ছোট থেকেই ছেলেদের মধ্যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বীজ বপন করতে৷ যাতে তারা যেকোনও নারীকে সম্মান করতে শেখে৷ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে দ্বিতীয়বার চিন্তা করে দেখে কী করছে৷ কোনও পুরুষ যেন মহিলার উপর অত্যাচার না করে৷ ছেলেদের মধ্যে যেন ধর্ষণের মতো নৃশংস প্রবৃত্তির জন্ম না হয়৷ কোনও পরিস্থিতিতেও নয়৷ মেয়েরা বাঁচলে তবেই পৃথিবীতে বাঁচবে প্রাণ৷ জন্ম নিতে পারবে নতুন জীবন৷ সেই জীবনে লিঙ্গ বৈষম্যের মতো অভিশাপের ছায়া যাতে না পড়ে সে কথাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে৷

[চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ]

এ যেন এক অন্য পুরুষতন্ত্র৷ যার মাধ্যমে আসলে নারীবাদের স্বপক্ষেই বলা হয়েছে৷ আর ছোট থেকেই এ বীজ ছেলেদের মধ্যে বপন করতে বলা হয়েছে৷ যাতে তাঁরা জীবনে সমস্ত নারী সম্পর্কের মর্যাদা দেয়৷ এভাবেই বাঁচবে সমাজ, বাঁচবে দেশ৷ আর সাম্যবাদের এই ভবিষ্যত হবে সুন্দর৷

[যোগীর কড়া নিয়মের বাইরে নন মন্ত্রীরাও, দেখুন কী বলছে মুখ্যমন্ত্রীর ‘Code of Conduct’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement