Advertisement
Advertisement
WhatsApp

হোয়াটসঅ্যাপের নয়া প্রচার কৌশল ‘Not Even WhatsApp’, ব্যাপারটা কী?

গোপনীয়তা বজায় রাখতে প্রতিনিয়ত নানারকম ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে।

WhatsApp launches privacy campaign Not Even WhatsApp
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 22, 2025 4:18 pm
  • Updated:May 22, 2025 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনীয়তা রক্ষার দিকে বরাবরই বিশেষ নজর দিয়েছে জুকার বার্গের সংস্থা হোয়াটসঅ্যাপ। এনেছে একাধিক ফিচার, যা চ্যাট সুরক্ষিত করেছে। এবার নয়া প্রচার কৌশল ‘Not Even WhatsApp’ নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। জানেন ব্যাপারটা ঠিক কী?

আট থেকে আশি বর্তমানে সকলেই সোশাল মিডিয়ায় সরগর। দিনভর স্মার্টফোনেই বুঁদ সকলে। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। ফলে চ্যাট গোপন রাখাটাও অত্যন্ত প্রয়োজনীয়। তাই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা বৃদ্ধির লক্ষ্যে বরাবর কাজ করে সংস্থা। এবার গোপনীয়তা কতটা জোরদার তা বোঝাতেই নয়া প্রচার কৌশল এনেছে হোয়াটসঅ্যাপ। তার নাম ‘Not Even WhatsApp’। একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হচ্ছে, এই মেসেজিং অ্যাপ ঠিক কতটা গোপনীয়তা বজায় রাখে। তাতে দেখা যাচ্ছে, সবাই মেসেজ করছে, ভিডিও কল করছে, ব্যক্তিগত কথা সারছেন, সবাইটাই ভীষণই ব্যক্তিগত। গোপনীয়তা বজায় থাকছে এতটাই, যেন হোয়াটসঅ্যাপও কিছু জানতে পারছে না। সেই কারণেই এই ক্যাম্পেনের নাম ‘Not Even WhatsApp’।

 

উল্লেখ্য, সম্প্রতি ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। কীভাবে কাজ করে এই ফিচার? প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে। তবে ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement