Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

এবার WhatsApp স্টেটাসেও মিলবে শেয়ার অপশন! জানুন কীভাবে

ব্যাপারটা ঠিক কী?

WhatsApp will give you the option to let others share your status
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 8, 2025 4:59 pm
  • Updated:June 8, 2025 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে কোথায় যাচ্ছেন, কী করছেন শুধু নয়, এখন হোয়াটসঅ্যাপ স্টেটাসে চোখ রাখলেই খানিকটা আন্দাজ পাওয়া যায় মনেরও। গভীর রাতে একরাশ বিষণ্ণতা গ্রাস করলে অনেকেই মনভাঙার গান স্টেটাসে দেন। রাগের বহিঃপ্রকাশও কেউ কেউ করেন স্টেটাসে। কখনও আবার এমন কিছু কেউ কেউ শেয়ার করেন, যা থেকে অনেক কিছু জানা যায়, বা এমনিতেই ভালো লাগে। কিন্তু ফেসবুকের মতো শেয়ার অপশন তো নেই হোয়াটসঅ্যাপে। ফলে কন্টাক্ট লিস্টে থাকা কারও স্টেটাস মনে ধরলে তা পাওয়ার একটাই উপায়, চেয়ে নেওয়া। তবে এই সমস্যা এবার সমাধানের পথে।

ব্যাপারটা ঠিক কী? ধরুন, আপনি একটি ছবি, ভিডিও বা গান স্টেটাসে দিয়েছেন। এতদিন পর্যন্ত আপনার কন্টাক্ট লিস্টে থাকা সকলে তা দেখতে পেতেন। সম্প্রতি এসেছে রিঅ্যাক্ট ফিচার। বর্তমানে রিঅ্যাক্টও করা যায়। কিন্তু জানেন কী, এবার আসছে শেয়ার ফিচার। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করতে পারবেন বন্ধুরা। একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস নিজের স্টেটাস হিসেবেও শেয়ার করতে পারবেন আপনি। কিন্তু তার জন্য স্টেটাস বা স্টোরি দেওয়ার সময় ‘Allow sharing’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ারের অপশন।

ফেসবুকে শেয়ারের ক্ষেত্রে মূল পোস্টটি যার করা, তার নাম দেখা যায়। নিশ্চয়ই ভাবছেন, এক্ষেত্রেও তা হবে কি না। উত্তর হচ্ছে, না। প্রাইভেসি পলিসি অনুযায়ী, মূল পোস্টটি কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে। প্রসঙ্গত, এখনও শেয়ারের অপশন রয়েছে। তবে আপনি যদি হোয়াটসঅ্যাপ স্টেটাসে কাউকে মেনশন করেন, শুধুমাত্র তিনিই শেয়ার করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement