সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজার দূরে থাকলেও এখন আর সমস্যা হয় না। কারণ, ১০ মিনিটেই মাছ-মাংস থেকে সবজি, সবটাই হাতের নাগাদে পৌঁছে দেয় ব্লিংকিট। ভাবুন তো, যদিও একইভাবে ১০ মিনিটে হাতের নাগালে মেলে গেজেটস! হ্যাঁ, এমনই সুবিধা নিয়ে হাজির Blinkit।
ব্যাপারটা ঠিক কী? সংস্থার তরফে আলবিন্দরা ধিন্দসা জানিয়েছেন, শুধু মাছ-মাংস, সবজি বা নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এবার ল্যাপটপ, মনিটর, প্রিন্টার-সহ নানা গেজেটস মিলবে ব্লিংকিটে। এখানেই শেষ নয়, অর্ডারের ১০ মিনিটেই হবে ডেলিভারি। জানা গিয়েছে, আপাতত এইচ-এর ল্য়াপটপ, লেনেভো, জেব্রোনিক্স ও MSI-এর মনিটর, ক্যাননের ও এইচপির প্রিন্টার-সহ নানা সামগ্রী।
You can now get laptops, monitors, printers and more delivered in 10 minutes!
We’re expanding our electronics range to cover more use cases and have partnered up with leading brands in this category. We’ve got 👇
• Laptops from HP
• Monitors from Lenovo, Zebronics and MSI
•… pic.twitter.com/23AQKZyIKZ— Albinder Dhindsa (@albinder) January 9, 2025
তবে এই মুহূর্তে গোটা দেশে মিলবে না পরিষেবা। সংস্থার সিইও জানিয়েছেন, আপাতত দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই-সহ কয়েকটি বড় শহরে এই পরিষেবা মিলবে। আপাতত কয়েকটি ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া গেলেও পরবর্তীত বাড়বে ব্র্যান্ড ও আইটেমের সংখ্যাও। উল্লেখ্য, দিন কয়েক আগেই ১০ মিনিটে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিল ব্লিংকিট, এবার সেই তালিকায় নয়া সংযোজন ল্যাপটপ, মনিটর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.