Advertisement
Advertisement
Youtube

দিনভর Youtube-এ ডুবে থাকেন? জানেন, বহু ফোনে আর চলবে না অ্যাপটি!

কী জানাল সংস্থা?

YouTube app will stop working on some iPhone

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 4, 2025 5:14 pm
  • Updated:June 4, 2025 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্না শেখা থেকে নানা জরুরি তথ্য সংগ্রহ। সবক্ষেত্রেই এখন ভরসা ইউটিউব। এক ক্লিকেই মুশকিল আসান। নিমেষে উত্তর মিলে যায় সব প্রশ্নের। কিন্তু জানেন কি কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি ফোনে আর কাজ করবে না এই অ্যাপটি!

সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ফোনেরই সফটওয়্যার আপডেট হয়। একইভাবে অ্যাপগুলোও নিজেদের আপডেট করে। নতুন নতুন ফিচার যুক্ত হয় ব্যবহারকারীদের স্বার্থেই। এক্ষেত্রেও একটা সমস্যা থাকেই। দীর্ঘদিনের পুরনো মডেলগুলোতে একটা সময়ের আর নতুন আপডেটেড অ্যাপ সাপোর্ট করে না। ফলে পুরনো ফোনগুলোতে অ্যাপগুলোর আপডেটের ভার্সন ব্যবহার করা যায় না। সেই নিয়মেই এবার বহু ফোনে খুলবে না ইউটিউব। সংস্থা সূত্রে খবর, আইফোনের ক্ষেত্রে iOS-16 বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমেই সাপোর্ট করবে ইউটিউব। তার আগের ফোনগুলোতে চলবে এই অ্যাপ। 

একনজরে দেখে নিন কোন ফোনগুলোতে সাপোর্ট করবে না ইউটিউব

১.iPhone 6s
২.iPhone 6s Plus
৩. iPhone 7
৪. iPhone 7 Plus
৫. iPhone SE (প্রথম জেনারেশন)
৭. iPod touch 7th Generation

তবে অ্যাপ সাপোর্ট না করলেও এই ফোনগুলিতেও দেখতে পাবেন ইউটিউব। ভাবছেন তো কীভাবে? তার জন্য চলে যান গুগলে। খুলুন m.youtube.com.। প্রসঙ্গত, সম্প্রতি বহু পুরনো ফোনের জন্য পরিষেবা বন্ধ করেছে হোয়াটসঅ্য়াপও। কারণ সেই একই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement