Advertisement
Advertisement
YouTube

আপনি ইউটিউবের প্রিমিয়াম মেম্বার? একধাক্কায় অনেকটা বাড়ল খরচ

কোন প্ল্যানের কত দাম বাড়াল সংস্থা?

YouTube Premium plans go up in India
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2024 12:59 pm
  • Updated:August 27, 2024 12:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ইউটিউবের প্রিমিয়াম মেম্বার? তাহলে আপনার জন্য রয়েছে দুসংবাদ। একধাক্কায় বাড়ল অনেকটা খরচ। এবার সাবস্ক্রিপশনের দাম বাড়াল ইউটিউব।

ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা বেশ কিছু বাড়তি সুবিধা পান। যেমন, বিজ্ঞাপন ছাড়াই মেলে যে কোনও কিছু দেখার সুযোগ। স্ট্রিমিং কোয়ালিটিও পাওয়া যায় তুলনামূলক ভাল। এছাড়াও অফলাইন ডাউনলোড-সহ একাধিক সুবিধা মেলে। এবার এই সুবিধার জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা। কত বাড়ল খরচ? সংস্থা সূত্রে খবর, স্টুডেন্ট প্ল্যান (মাসিক), যার মূল্য ছিল ৭৯ টাকা তা বেড়ে হয়েছে ৮৯ টাকা। ফ্যামিলি প্ল্যানের (মাসিক) আগে খরচ ছিল ১৮৯ টাকা। অর্থাৎ একধাক্কায় দর বাড়ছে ৫৮.২০ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘রাত দখলে’র পর ‘অধিকার দখল’, নবান্ন অভিযান প্রত্যাখ্যানের আহ্বান মহিলা বাহিনীর]

ইন্ডিভিজুয়াল প্রিপেড (মাসিক) প্ল্যানের খরচ আগে ছিল ১৩৯ টাকা। এখন এর জন্য খসবে ১৫৯ টাকা। তিন মাসের ইন্ডিভিজুয়াল প্ল্যানের জন্য খরচ বেড়ে হচ্ছে ৩৯৯ টাকা। বার্ষিক প্ল্যানের খরচ ১২৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৪৯০ টাকা। জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন দর লাগু হয়েছে। মেম্বারদের মেল মারফত নতুন দাম জানানো হয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রিমিয়ামের ফিচার আরও আকর্ষণীয় করতে ও ক্রিয়েটরদের সাপোর্ট করতেই এই সিদ্ধান্ত।

Advertisement

[আরও পড়ুন: ‘আর কবে?’, নবান্ন অভিযানের দিনই সোশাল মিডিয়ায় অরিজিতের গানের ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ