Advertisement
Advertisement

Breaking News

Operation Sindoor

অপারেশন সিঁদুরে গর্বিত, সদ্যোজাত কন্যাদের নাম ‘সিন্দুর’ রাখল উত্তরপ্রদেশের ১৭টি পরিবার

সম্প্রতি বিহারের একটি পরিবারও তাঁদের কন্যাসন্তানের নাম ‘সিন্দুর’ রেখেছে।

17 UP families name newborn daughters 'Sindoor' after India's operation

প্রতীকী ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:May 13, 2025 4:25 pm
  • Updated:May 13, 2025 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে অপারেশন সিঁদুরের সাফল্য। ভারতীয় সেনার বীরত্বে অনুপ্রাণিত হয়ে এবার কন্যাসন্তানদের নাম ‘সিন্দুর’ রাখল উত্তরপ্রদেশের কুশিনগর জেলার ১৭টি পরিবার।  

কুশিনগর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক আর কে শশী বলেন, “গত ১০ এবং ১১মে কুশিনগর মেডিক্যাল কলেজে মোট ১৭টি শিশুকন্যার জন্ম হয়েছে। পরিবারের সদস্যরা তাদের প্রত্যেকের নামই ‘সিন্দুর’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”

অর্চনা শাহী নামে এক নবজাতকের মা বলেন, “পহেলগাঁও হামলায় অনেক মহিলা তাঁদের স্বামীকে হারিয়েছেন। এর জবাব দিতেই ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযান চালায়। আমরা গর্বিত। সিঁদুর এখন আর কোনও শব্দ নয়, বরং এটি একটি আবেগ। তাই আমরা আমাদের মেয়ের নাম ‘সিন্দুর’ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

ভাতাহি গ্রামের বাসিন্দা আরও এক মহিলা ভাসমুনি বলেন, “যখন আমার মেয়ে বড় হবে, তখন সে এই শব্দের প্রকৃত অর্থ বুঝতে পারবে। একজন কর্তব্যপরায়ণ নারী হিসেবে নিজেকে উপস্থাপন করবে।”

সম্প্রতি বিহারের একটি পরিবারও তাঁদের কন্যাসন্তানের নাম ‘সিন্দুর’ রেখেছে। পরিবারের সদস্যরা জানান, বর্তমান পরিস্থিতিতে এরচেয়ে ভালো নাম হতেই পারে না। একদিন ঠিক এই নামের তাৎপর্য অনুভব করবে ভারতের মেয়ে। তাদের আশা, দেশের সেনার মতোই আজকের ছোট্ট মেয়ে ভবিষ্যতে দেশকে গর্বিত করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement