প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই এক প্রতিবেশির ঘর থেকে উটকো গন্ধ পাচ্ছিলেন আবাসনের বাসিন্দারা। সন্দেহ হতে স্থানীয় থানায় খবর দেন সকলে। খবর পেয়ে আসেন পুলিশ আধিকারিকরা। কিন্তু ওই ফ্ল্যাটের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। এ কী কাণ্ড! একটা-দুটো কিংবা পনেরো-কুড়িটা নয়। এক সঙ্গে ঘরে কিলবিল করছে ৩০০ বিড়াল। কিন্তু একসঙ্গে এতগুলো পোষ্য সেখানে এল কীভাবে?
গতকাল সোমবার এই কাণ্ড ঘটে পুণের মারভেল বাউন্টি নামে এক আবাসনে। যেতে আসতে ওই উটকো গন্ধ নাকে লাগছিল বাসিন্দাদের। পুলিশ এসে জানতে পারে, ওই ফ্ল্যাটটির যে মালিক তাঁর বিড়াল খুব পছন্দ। রাস্তায় কোনও অসুস্থ বিড়াল ঘুরতে দেখলে তিনি বাড়িতে নিয়ে আসতেন। খাইয়ে, যত্ন করে তারপর ফের বাইরে ছেড়ে দিতেন। কিন্তু এভাবে তিনি যে এই বিপুল সংখ্যক বিড়ালকে ঘরেই ঠাঁই দিয়েছেন তা কেউই টের পাননি।
বাসিন্দারা জানান, ওই ব্যক্তি রাস্তা থেকে বিড়াল আনতে শুরু করায়, আবাসনে নোংরা ছড়াচ্ছিল। এর আগেও এনিয়ে তাঁকে বলা হয়েছিল। এই ঘটনায় পুলিশ আধিকারিক নীলেশ জগদালে জানান, “মার্ভেল বাউন্টি সোসাইটির একটি অ্যাপার্টমেন্টের মালিক প্রায়ই রাস্তার অসুস্থ বিড়ালদের বাড়িতে নিয়ে আসতেন। এবং বিড়ালগুলো সুস্থ হয়ে উঠলে তাদের ছেড়ে দিতেন। এই কারণে ফ্ল্যাটে অনেক বিড়াল জমেছিল। অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যা বাসিন্দারা খুবই বিরক্ত।” জানা গিয়েছে, ওই ব্যক্তিকে পুলিশ দুদিনের নোটিস দিয়েছে। এর মধ্যে বিড়ালগুলোকে ফ্ল্যাট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.