অভিযোগকারী যুবক জিতেন্দ্র (ডান দিকে)।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোক্সিদের মতো ব্যবসায়ীদের বিরুদ্ধে। এত বড় জালিয়াতি করেও ভারত সরকারের নাগালের বাইরে ওই প্রতারকরা। আর ধারে মাত্র ১০ টাকার পানমশলা কিনে বেজায় চাপে পড়লেন যোগীরাজ্যের এক যুবক। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন দোকানি। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের। ঠিক কী ঘটেছে?
এই ‘গল্প হলেও সত্যি’ জিতেন্দ্র ও সঞ্জয় নামের দুই যুবকের। হরদোইয়ের ভাণ্ডারি গ্রামে বাড়ি জিতেন্দ্রর। সেখানে এই প্রতিবন্ধী যুবকের একটি পানের দোকান রয়েছে। সঞ্জয় সেই দোকানের সাধারণ ক্রেতা। ঘটনার সূত্রপাত বছর দেড়েক আগের একদিন। সেদিন জিতেন্দ্রর দোকান থেকে ধারে ১০ টাকার পানমশলা কিনেছিলেন সঞ্জয়। জিতেন্দ্রর অভিযোগ, ‘আজ দেবো, কালো দেবো’ করলেও কিছুতেই ধার শোধ করছিলেন না সঞ্জয়। এভাবেই দিন, মাস, বছর ঘুরে যায়।
শেষ পর্যন্ত কয়েক দিন আগে পুলিশের দ্বারস্থ হন দোকান মালিক জিতেন্দ্র। তিনি রীতিমতো সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। ১০ টাকার অভিযোগের বিষয়টি স্বীকার করেছে পুলিশ। এমনকী গ্রামেও যায় পুলিশকর্মীরা। টাকা উদ্ধার করে দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। যদিও সঞ্জয় টাকা শোধ করেছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.